তারেক রহমানই মাওলানা ভাসানীর পর একমাত্র জাতীয় নেতা: মীর সরফত আলী সপু

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু বলেছেন, "মাওলানা ভাসানীর পর বাংলাদেশে যদি কোনো জাতীয় নেতা থাকেন, তিনি একমাত্র তারেক রহমান।"
বুধবার (৮ অক্টোবর) দুপুরে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার বাঘড়া ইউনিয়নের কাঁঠালবাড়ী গ্রামে আয়োজিত এক কর্মশালা শেষে সাংবাদিকদের কাছে তিনি এই মন্তব্য করেন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত 'রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা' বাস্তবায়নের লক্ষ্যে বাঘড়া ইউনিয়ন যুবদলের উদ্যোগে এই কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালা শেষে আল আমিন বাজারে ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে ৩১ দফার লিফলেট বিতরণ করা হয়।
মীর সরফত আলী সপু তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা করে বলেন, "তারেক রহমানের বক্তব্যের মাঝেই তার নেতৃত্বের বহিঃপ্রকাশ ঘটে। তার প্রতিটি কথা ও কর্মের মাধ্যমে শুধু বিএনপি নয়, সারাদেশের মানুষ নতুন করে আশা ও অনুপ্রেরণা পাচ্ছে।"
তিনি আরও উল্লেখ করেন যে, বিএনপির ঘোষিত ৩১ দফা রূপরেখা দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য একটি পূর্ণাঙ্গ রোডম্যাপ। এই দফাগুলো বাস্তবায়িত হলে দেশের জনগণ অন্যায়, দুর্নীতি ও দলীয় নিয়ন্ত্রণের কবল থেকে মুক্তি পাবে বলে তিনি আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আওলাদ হোসেন উজ্জ্বল ও জসিম মোল্লা, জেলা মহিলা দলের সভাপতি সেলিনা আক্তার বিনা, শ্রীনগর উপজেলা মহিলা দলের সভাপতি আলভিনা রফিক, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক প্রিন্স নাদিম এবং জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সাংগঠনিক সম্পাদক মাহামুদ হাসান ফাহাদসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
What's Your Reaction?






