আশুলিয়া সাব-রেজিস্ট্রারের অপসারণ ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে সংবাদ সম্মেলন

মোঃ শামীম আহমেদ, স্টাফ রিপোর্টার, ঢাকাঃ
Oct 8, 2025 - 18:54
 0  6
আশুলিয়া সাব-রেজিস্ট্রারের অপসারণ ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে সংবাদ সম্মেলন

আশুলিয়া সাব-রেজিষ্ট্রারের অপসারণের দাবিতে ও নানা অনিয়ম-দূর্নীতির অভিযোগ তুলে এবং দলিল লেখকদের নামে মিথ্যা মামলার প্রত্যাহার চেয়ে দাবীতে সংবাদ সম্মেলন করেছে দলিল লেখক সমিতি। 

বুধবার (৮ অক্টোবর) দুপুর ৩ টার দিকে আশুলিয়া দলিল লেখক সমিতির কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। 

সংবাদ সম্মেলনে আশুলিয়া দলিল লেখক সমতির যুগ্ম-আহবায়ক ইমাম হোসেন বলেন, আশুলিয়া সাব-রেজিষ্ট্রার খাইরুল বাশার ভূইয়া পাভেল যোগদান করার পর থেকে দলিল রেজিষ্ট্রি করতে নানা অনিয়ম করে যাচ্ছেন। যোগদান করার কিছুদিন পরেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কিছু নেতাকর্মীর কাছে ঘুষ দাবী করলে তাকে অফিস থেকে বের করে দেন তারা। দলিল লেখকরা দলিল সম্পাদন করতে নিয়ে গেলে নানা আইনের কথা বলে দলিল রেজিষ্ট্রি না করে ফিরিরে দেন। ওই দলিল করতে হলে মোটা অংকের টাকা দাবী করেন তিনি অভিযোগ করেন। 

তিনি বলেন, এসব কারণে গত ১৭ জুন থেকে সাব-রেজিষ্ট্রারের এক দফা প্রত্যাহারের দাবীতে সকল দলিল লেখকগণ কলম বিরতি শুরু করেন। সেই সাথে মানববন্ধন সহ আইন মন্ত্রণালয়, মহাপরিদর্শক নিবন্ধন অধিদপ্তর  কার্যালয় ও জেলা রেজিস্ট্রারের কার্যালয়ে তার প্রত্যাহার চেয়ে স্মারকলিপি প্রদান করা হয়। তবে আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে তার বিরুদ্ধে করা অভিযোগের বিষয়ে একজন সহকারী সচিবকে তদন্তপূর্বক রিপোর্ট দাখিল করতে বলা হয়। পরে সরেজমিনে তদন্ত করে  রিপোর্ট দিয়েছেন কি  না জানা নেই। দ্রুত রিপোর্ট প্রকাশের দাবী জানান তারা। 

এছাড়া ৫ অক্টোবর হাজী মোঃ শাহাদাৎ হোসেন নামের এক দলিল লেখককে মারধর করা হয়। পরে দলিল লেখক সমিতির আহবায়ক সহ বেশ কয়েকজন দলিল লেখকের নামে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দায়ের করেন। ওই মামলা প্রত্যাহারেরো দাবী জানানো সংবাদ সম্মেলনে। 

এসময় উপস্থিত ছিলেন,আশুলিয়া দলিল লেখক সমিতির সদস্য শওকত হোসেন, রেজাউল করিম, আনোয়ার হোসেন সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যম কর্মীরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow