থানচিতে যাত্রা শুরু করলো উপজেলা মিনি স্টেডিয়াম

বান্দরবানের থানচিতে সাংঙ্গু নদীর তীর ঘেষা মনোরম প্রাকৃতিক পরিবেশে নব নির্মিত থানচি মিনি স্টেডিয়াম যাত্রা শুরু করেছে। শনিবার (৯ আগস্ট) সকাল ১০টায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ নাটোর সদর উপজেলা স্টেডিয়াম থেকে ভার্চুয়ালি সারাদেশের ১৪টি উপজেলা মিনি স্টেডিয়ামের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে থানচি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আব্দুল্লাহ-আল-ফয়সাল সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন যুব ক্রীড়া উপসহকারী প্রকৌশলী মোঃ সজিবুল্লাহ সজিব, থানচি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা নাছির উদ্দিন মজুমদার, থানচি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর মোহাম্মদ, থানচি কলেজের অধ্যক্ষ ধমিনি ত্রিপুরা, বিভিন্ন ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা ও সাংবাদিকরা।
জানা গেছে, উপজেলা পর্যায়ে মিনি স্টেডিয়াম নির্মাণের ২য় পর্যায়ে মোট ১৮৬টি স্টেডিয়াম নির্মাণ প্রকল্প কাজ চলমান রয়েছে। এর মধ্যে ইতোমধ্যে সারাদেশে ১৪টি মিনি স্টেডিয়াম উদ্বোধন করা হয়েছে, যার মধ্যে পার্বত্য জেলা রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলা এবং বান্দরবানের থানচি উপজেলা রয়েছে।
প্রতিটি মিনি স্টেডিয়ামে শিশু, কিশোর-কিশোরী ও যুবক-যুবতীদের জন্য বিভিন্ন ক্রীড়ামূলক কার্যক্রম পরিচালিত হবে, যা তাদের মেধা বিকাশ এবং বিনোদনের পাশাপাশি মাদকাসক্তি থেকে দূরে রাখার মাধ্যম হবে। ১ম পর্যায়ে ১২৫টি মিনি স্টেডিয়াম নির্মাণ করা হয়েছে এবং ২য় পর্যায়ে ১৮৬টির নির্মাণ কাজ চলছে। প্রকল্পের সংশোধিত ডিপিপিতে মোট ২০১টি মিনি স্টেডিয়াম অন্তর্ভুক্ত করা হয়েছে, যা বর্তমানে পরিকল্পনা মন্ত্রণালয়ে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। এছাড়া ৩য় পর্যায়ে ১২০টি মিনি স্টেডিয়াম নির্মাণের লক্ষ্যে জমি অধিগ্রহণ প্রকল্পের ডিপিপি অনুমোদনের প্রক্রিয়াধীন।
পর্যায়ক্রমে বাকি উপজেলাগুলোতেও মিনি স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা রয়েছে।
What's Your Reaction?






