বান্দরবানের থানচিতে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন

অনুপম মারমা, থানচি প্রতিনিধি, বান্দরবানঃ
Aug 9, 2025 - 17:03
 0  3
বান্দরবানের থানচিতে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন

“আদিবাসীদের অধিকার প্রতিষ্ঠা ও ভবিষ্যৎ গঠনে কৃত্রিম বুদ্ধিমত্তার সার্থক প্রয়োগ” প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানের থানচি উপজেলায় আন্তর্জাতিক আদিবাসী দিবস যথাযথ মর্যাদায় উদযাপিত হয়েছে।

শুক্রবার (০৯ আগস্ট) সকালে থানচি আদিবাসী দিবস উদযাপন কমিটির আয়োজনে মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত হয় গণসংগীত ও আলোচনা সভা। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বান্দরবান আদিবাসী দিবস উদযাপন কমিটির সভাপতি ও সাবেক নারী ভাইস চেয়ারম্যান বকুলি মারমা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান চসাথোয়াই মারমা।

এ সময় উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক মংবোওয়াংচিং মারমা অনুপম, সাবেক সদর ইউপি চেয়ারম্যান উবামং কারবারী, সাবেক চেয়ারম্যান মালিরান ত্রিপুরা, হেডম্যান শিমন ত্রিপুরা, হেডম্যান রেংচিং ম্রো, যুব নেতা অন্তর খিয়ান, সিংওয়াইমং মারমা, থংএ খুমি ও অন্যান্য আদিবাসী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে থানচি উপজেলার ১১টি আদিবাসী জনগোষ্ঠির জীবনধারা ও সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরে বিভিন্ন গণসংগীত ও নৃত্য পরিবেশন করা হয়। চাকমা, মারমা, ত্রিপুরা, বম, লুসাই, খেয়াং, খুমীসহ ১১টি জনগোষ্ঠির নারী-পুরুষ বর্ণিল সাজে সেজে দাবি-সম্বলিত ব্যানার ও ফেস্টুন নিয়ে অংশগ্রহণ করেন।

আলোচনা সভায় বক্তারা দীর্ঘদিন ধরে আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি না পাওয়ার কারণে হতাশা প্রকাশ করেন। তারা সরকারের প্রতি দ্রুত আদিবাসীদের স্বতন্ত্র জাতিগত পরিচয় ও সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠার দাবি জানান। পাশাপাশি আদিবাসীদের জীবনযাত্রা ও সাংস্কৃতিক উন্নয়নের জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow