যারা বলে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে না, তারা বোকার সর্গে বসবাস করছে

দেশের রাজনৈতিক অঙ্গনে যখন আগামী জাতীয় নির্বাচন নিয়ে চলছে নানা গুঞ্জন ও অনিশ্চয়তা, ঠিক তখনই কঠোর ভাষায় সংশয়বাদীদের সমালোচনা করলেন বিএনপির কেন্দ্রীয় নেতা মীর সরফত আলী সপু। নির্বাচন পেছানোর গুঞ্জনকে উড়িয়ে দিয়ে তিনি বলেছেন, "যারা বলে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে না, তারা বোকার স্বর্গে বসবাস করছে।" তার এই মন্তব্যে স্থানীয় রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়িয়েছে।
শনিবার (২৩ আগস্ট) বিকেলে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার দোগাছি এলাকায় একটি লোহার পুলের উদ্বোধন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এই বিস্ফোরক মন্তব্য করেন।
মীর সরফত আলী সপু দেশের চলমান সংস্কার প্রস্তাবগুলোর কার্যকারিতা নিয়েও প্রশ্ন তোলেন। তিনি বলেন, "যেসব সংস্কারের কথা শোনা যাচ্ছে, তা কেবল টেবিলে আর মুখেই সীমাবদ্ধ। এই সংস্কারগুলো বাস্তবায়ন করতে হলে একটি বৈধ জাতীয় সংসদ প্রয়োজন। আর সেই সংসদ গঠনের একমাত্র পথ হলো নির্বাচন। তাই নির্বাচন ছাড়া দেশের অগ্রগতির কোনো বিকল্প নেই।"
এর আগে দিনের শুরুতে তিনি একই উপজেলার দামলা এলাকায় একটি সড়ক নির্মাণকাজ পরিদর্শন করেন এবং স্থানীয় জনগণের খোঁজখবর নেন।
এ সময় তার সাথে মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আওলাদ হোসেন উজ্জ্বল ও জসিম মোল্লা, স্থানীয় বিএনপি নেতা নুরুজ্জামান শিকদার, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক প্রিন্স নাদিম এবং জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সাংগঠনিক সম্পাদক মাহামুদ হাসান ফাহাদসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
What's Your Reaction?






