‘বিএনপিতে চাঁদাবাজ–সন্ত্রাসীদের স্থান নেই, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চলবে স্বাধীনভাবে’- শেখ মোঃ আব্দুল্লাহ
মুন্সীগঞ্জ-১ আসনে বিএনপি মনোনীত এমপি প্রার্থী শেখ মো. আব্দুল্লাহ বলেছেন, “বিএনপিতে কোনো চাঁদাবাজ, সন্ত্রাসী কিংবা নেশাগ্রস্ত ব্যক্তির স্থান নেই। নেশামুক্ত সমাজ, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত পরিবেশ এবং এলাকায় উন্নয়নমূলক কাজই হবে আমার অঙ্গীকার।”
সোমবার মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার শেখর নগর এলাকায় জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, “বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ক্ষেত্রে কোনো বাধা নেই। সমাজ উন্নয়নে এবং জনগণের প্রকৃত সমস্যাগুলো তুলে ধরতে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
এসময় শেখ মো. আব্দুল্লাহ সাংবাদিকদের প্রতি সহযোগিতার আহ্বান জানিয়ে বলেন,
“আমি চাই আপনারা সত্য ও নির্ভিকভাবে লিখবেন। উন্নয়নের যাত্রায় আপনাদের সহযোগিতা আমার জন্য বড় শক্তি হবে।”
মতবিনিময় সভায় জেলার বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীরাসহ সিরাজদিখান উপজেলা বিএনপির সাঃ সম্পাদক এম হায়দার আলী কান,দপ্তপর সম্পাদক অহিদুল ইসলাম, শ্রীনগর উপজেলা বিএনপির সাঃ সম্পাদক হাফিজুল ইসলাম খান,দপ্তর সম্পাদক শফিউল আলম খান আজমসহ স্থানীয় বিএনপি নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।#
What's Your Reaction?
এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী, ভ্রাম্যমাণ প্রতিনিধি, মুন্সীগঞ্জঃ