আলফাডাঙ্গায় জমি সংক্রান্ত বিরোধে উত্তেজনা: থানায় লিখিত অভিযোগ

কবির হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর ) প্রতিনিধিঃ
Nov 24, 2025 - 16:25
 0  19
আলফাডাঙ্গায় জমি সংক্রান্ত বিরোধে উত্তেজনা: থানায় লিখিত অভিযোগ

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার টিটা গ্রামে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে। এ ঘটনায় স্থানীয় বাসিন্দা মোঃ কোবাদ হোসেন মিয়া আলফাডাঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

রবিবার (২৩ নভেম্বর) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগকারী মোঃ কোবাদ হোসেন দাবি করেন, দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছে। এরই জের ধরে প্রতিপক্ষ প্রায়ই তাকে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করছে। তিনি অভিযোগ করেন, ওই দিন সকালে একদল লোক তার বাড়ির উঠানে এসে উত্তেজনা সৃষ্টি করে এবং তাকে হুমকি প্রদান করে। এতে তিনি ও তার পরিবার আতঙ্কে রয়েছেন বলে জানান।

অন্যদিকে অভিযোগে উল্লেখিত বিবাদী আতিয়ার রহমান অভিযোগ অস্বীকার করে বলেন, জমি সংক্রান্ত বিষয়টি আদালতিভাবে নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে। প্রতিপক্ষ আমাদের বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়ে হয়রানি করার চেষ্টা করছে।

এ বিষয়ে আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহজালাল আলম বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow