সালথায় বেগম খালেদা জিয়ার নির্বাচনী প্রচারণার ঘোষণায় যুবদলের আনন্দ মিছিল

জাকির হোসেন, স্টাফ রিপোর্টারঃ
Oct 10, 2025 - 21:44
 0  14
সালথায় বেগম খালেদা জিয়ার নির্বাচনী প্রচারণার ঘোষণায় যুবদলের আনন্দ মিছিল

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া নির্বাচনী প্রচারণায় নামছেন—এ খবরে উচ্ছ্বাসে ফেটে পড়েছে ফরিদপুরের সালথা উপজেলা যুবদল।

শুক্রবার (১০ অক্টোবর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত আটঘর ইউনিয়ন যুবদলের উদ্যোগে এক বিশাল আনন্দ মিছিল ও মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রাটি গৌড়দিয়া বাজার থেকে শুরু হয়ে ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, বাজার ও গ্রামের প্রধান প্রধান মোড় প্রদক্ষিণ শেষে পুনরায় গৌড়দিয়া বাজারে এসে শেষ হয়।

শোভাযাত্রায় অংশগ্রহণকারী নেতাকর্মীরা নানা স্লোগানে মুখরিত করে তোলে পুরো এলাকা। এতে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয় পুরো ইউনিয়নে।

সালথা উপজেলা যুবদল নেতা মাহফুজ খান বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া মাঠে নামছেন—এ খবর আমাদের নতুনভাবে অনুপ্রাণিত করেছে। তাঁর নেতৃত্বে দেশের মানুষ আবারও গণতন্ত্র ও ভোটাধিকার ফিরে পাবে। সালথা যুবদল সবসময় আন্দোলন-সংগ্রামে মাঠে থাকবে।”

আনন্দ শোভাযাত্রা ও মোটরসাইকেল শোভাযাত্রায় অংশ নেন আটঘর ইউনিয়ন বিএনপির ৫ নম্বর ওয়ার্ড সভাপতি মুরাদ মাতুব্বর, সালথা উপজেলা যুবদল নেতা সাফিকুল ইসলাম, আটঘর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি সাহেব খান, হাসমত আলী খান, জাহাঙ্গীর, শাহজাহান খান, মোজাফফর, কামরুল, জামির খান, হাফিজুর খান, সুমন খান, জামাল ফকির ও সিদ্দিক খানসহ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের শতাধিক নেতাকর্মী।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন পর বিএনপি ও এর অঙ্গসংগঠনের এমন উৎসবমুখর পরিবেশে এলাকায় রাজনৈতিক প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow