আত্রাইয়ে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

নওগাঁর আত্রাই উপজেলার কালিকাপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ অক্টোবর) বিকেল ৪টায় ইউনিয়নের ইকবালের মোড়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কে এম খায়রুল বাসার। প্রধান অতিথির বক্তব্যে তিনি দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, জাতীয় সংকট এবং দলের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
কে এম খায়রুল বাসার বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ও চেতনাই আমাদের পথচলার প্রেরণা। তিনি ছিলেন বাংলাদেশী জাতীয়তাবাদের রূপকার ও বহুদলীয় গণতন্ত্রের পুনরুত্থানকারী। তাঁর প্রতিষ্ঠিত দল বিএনপি আজও সেই গণতান্ত্রিক ধারাবাহিকতা বজায় রাখতে সংগ্রাম করছে।”
তিনি আরও বলেন, “জিয়াউর রহমান শুধু একজন স্বাধীনতা সংগ্রামীই ছিলেন না, তিনি ছিলেন গণমানুষের নেতা। তাঁর দেখানো পথেই আজও জাতীয়তাবাদী দল জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতীক হয়ে আছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দূরদর্শী নেতৃত্ব ও গতিশীল দিকনির্দেশনায় বিএনপি বর্তমান সংকট মোকাবেলায় সক্ষম হবে।”
খায়রুল বাসার দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বলেন, “জিয়ার আদর্শ বাস্তবায়নে আমাদের আরও দৃঢ়প্রতিজ্ঞ হতে হবে। জনগণের পাশে থেকে তাদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
সভায় আরও বক্তব্য রাখেন আত্রাই উপজেলা বিএনপির সদস্য মোঃ আব্দুল হাকিম, সদস্য স. ম. সাজ্জাদ হোসেন তোতা এবং স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ। অনুষ্ঠানে ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী, সমর্থক এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
What's Your Reaction?






