ভ্যান শ্রমিক নেতার পরিবারের পাশে ব্যারিস্টার কাজী রহমান মানিক

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার সদর ইউনিয়নের ভ্যানচালক ও শ্রমিক সংগঠনের নেতা মরহুম নবিয়াল মোল্লার পরিবারের পাশে দাঁড়িয়েছেন কেন্দ্রীয় বিএনপি নেতা ও সহকারী অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার কাজী রহমান মানিক।
শুক্রবার (১০ অক্টোবর) সন্ধ্যায় নিজ উদ্যোগে মরহুম নবিয়াল মোল্লার বাড়িতে গিয়ে তার পরিবারের হাতে নগদ ১০ হাজার টাকার সহায়তা তুলে দেন ব্যারিস্টার মানিক।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি রোকনুজ্জামান সাহিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক জাহিদ হাসান রিপন, বর্তমান সদস্য সচিব রফিকুজ্জামান লিটন, সদর ইউনিয়ন যুবদলের সভাপতি মো. সেলিম, জঙ্গল ইউনিয়ন যুবদলের সভাপতি আতিয়ার রহমান, সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজমুল হোসেন, যুবদল নেতা সোহেল খান, রুবেল কাজী, শাহআলম, ইব্রাহিম, গনি, কাজী সাইফুলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা।
সহানুভূতির এ উদ্যোগের সময় ব্যারিস্টার কাজী রহমান মানিক বলেন, “ভ্যান শ্রমিক সংগঠনের নেতা মরহুম নবিয়াল মোল্লা ছিলেন এক সৎ, পরিশ্রমী ও সমাজবান্ধব মানুষ। তার পরিবারের পাশে দাঁড়াতে পেরে আমি গর্বিত। মানুষের পাশে থেকে কাজ করাই আমার অঙ্গীকার।”
What's Your Reaction?






