বালিয়াকান্দির শান্তি ও সম্প্রীতি রক্ষায় সমন্বিত উদ্যোগের ডাক

মোঃ আজমল হোসেন, বালিয়াকান্দি রাজবাড়ী প্রতিনিধিঃ
Jul 31, 2025 - 16:11
 0  2
বালিয়াকান্দির শান্তি ও সম্প্রীতি রক্ষায় সমন্বিত উদ্যোগের ডাক

রাজবাড়ীর বালিয়াকান্দিতে সামাজিক সম্প্রীতি রক্ষা এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়েছে। মাদক, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধে প্রশাসন এবং জনগণকে একসঙ্গে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

বৃহস্পতিবার (৩১ জুলাই) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত উপজেলা আইন-শৃঙ্খলা ও সন্ত্রাস-নাশকতা প্রতিরোধ কমিটির মাসিক সভায় এই ঐকমত্য প্রকাশ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চৌধুরী মুস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ সভায় বক্তারা উপজেলার সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। জননিরাপত্তা নিশ্চিত করতে এবং যেকোনো ধরনের অপরাধমূলক কার্যকলাপ প্রতিরোধে জিরো টলারেন্স নীতি অনুসরণের কথা বলা হয়।

সভায় বক্তব্য রাখেন বালিয়াকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এহসানুল হক শিপন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ফারুক হোসেন, কৃষি কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মানোবেন্দ্র মজুমদার এবং বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জামাল উদ্দিন।

এছাড়াও উপস্থিত ছিলেন আনসার ও ভিডিপি কর্মকর্তা মোছাঃ হোসনে আরা হোসাইন, উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক সেক্রেটারি মাওলানা মনির আজম মুন্নু, প্রভাষক মাসুদুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ও সুশীল সমাজের প্রতিনিধি এবং আইন-শৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্যরা।

সভার শেষে, উপজেলার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ও জনগণের সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত রাখার সিদ্ধান্ত গৃহীত হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow