রাজবাড়ী-২ আসনে ধানের শীষের মনোনয়ন ঘোষণার দাবিতে আমরণ অনশন
রাজবাড়ী-২ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ধানের শীষ প্রতীকের প্রার্থী ঘোষণার দাবিতে আমরণ অনশনে বসেছেন রাজবাড়ী জেলা তারেক জিয়া পরিষদের আহবায়ক মো. রিয়াজুল ইসলাম।
তিনি তারেক জিয়া পরিষদ রাজবাড়ী জেলা শাখার আহবায়ক ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক হিসেবেও দায়িত্ব পালন করছেন।
জানা গেছে, সোমবার (১০ নভেম্বর) দুপুর থেকে রাজবাড়ী জেলার পাংশা উপজেলার দর্গাতলা এলাকার হযরত শাহ্ জুঁই মাজার শরীফের সামনে অনশনে বসেন রিয়াজুল ইসলাম। তিনি ঘোষণা দিয়েছেন, “কোনো জোট বা সমর্থিত প্রার্থী নয়, রাজবাড়ী-২ আসনে ধানের শীষ প্রতীকেই প্রার্থী চাই।”
মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে অনশন ভাঙানোর জন্য সেখানে যান পাংশা পৌর বিএনপি’র সভাপতি ও পাংশা শিল্প ও বণিক সমিতির সভাপতি মো. বাহারাম হোসেন সরদার। তিনি উপস্থিত হয়ে রিয়াজুল ইসলামকে অনশন ভাঙাতে অনুরোধ করেন।
তবে তিনি কেন্দ্রীয় সিদ্ধান্ত না আসা প্রযর্ন্ত আমরণ অনশন চালিয়ে জাবেন বলে ঘোষণা দেন। এরপর বাহারাম হোসেন সরদার স্থানীয় এক চিকিৎসকের সহায়তায় তার শরীরে স্যালাইন প্রদান করে শারীরিক সুস্থতা বজায় রাখার ব্যবস্থা করেন।
অনশনের খবর ছড়িয়ে পড়লে বিএনপি ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীদের মধ্যে আলোচনা ও উদ্বেগের সৃষ্টি হয়।
What's Your Reaction?
আজমল হোসেন, বালিয়াকান্দি প্রতিনিধি, রাজবাড়ীঃ