নওগাঁয় প্রায় এক কেজি গাঁজা ও ২৪০ পিস ট্যাপেন্টাডলসহ আটক ৪
নওগাঁয় পৃথক অভিযানে প্রায় এক কেজি গাঁজা ও ২৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ চারজনকে আটক করেছে সেনাবাহিনী। সোমবার (১০ নভেম্বর) রাত ৯টা থেকে মঙ্গলবার (১১ নভেম্বর) ভোর ১টা পর্যন্ত সদর উপজেলার বিভিন্ন স্থানে এসব অভিযান পরিচালনা করা হয়।
আটককৃতরা হলেন— সদর উপজেলার আবাদপুর গ্রামের তায়েজ (৬৫), সড়াইয়া গ্রামের রায়হান (৩২), বর্ষাইল গ্রামের সাইফুল (৪৫) এবং নারচি গ্রামের মোয়াইদুল (৩৪)। এর মধ্যে তায়েজ ও রায়হানের কাছ থেকে প্রায় এক কেজি গাঁজা এবং সাইফুল ও মোয়াইদুলের কাছ থেকে ২৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
ওয়ারেন্ট অফিসার জাকিরের নেতৃত্বে সেনাবাহিনীর একটি পেট্রোল টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্যসহ চারজনকে আটক করে। পরে তাদের নওগাঁ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়।
এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম সিদ্দিকী জানান, আটক চারজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। এরপর মঙ্গলবারই তাদের আদালতের মাধ্যমে নওগাঁ জেলা কারাগারে পাঠানো হয়েছে।
What's Your Reaction?
আব্দুল মজিদ মল্লিক, জেলা প্রতিনিধি, নওগাঁঃ