নগরকান্দায় ধানের ধুলোকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত ৭

মিজানুর রহমান, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ
Nov 11, 2025 - 19:48
 0  6
নগরকান্দায় ধানের ধুলোকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত ৭

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় ধানের ধুলোকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত সাতজন আহত হয়েছেন। ঘটনাটি ঘটে মঙ্গলবার (১১ নভেম্বর) বেলা ১টার দিকে উপজেলার পুরাপাড়া ইউনিয়নের বাঘাট গ্রামে। আহতদের মধ্যে কয়েকজনকে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং গুরুতর আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন— অসীম বিশ্বাস (৩৯), গোপাল বিশ্বাস, নেপাল বিশ্বাস (পিতা চিত্তরঞ্জন বিশ্বাস), ফয়সাল মাতুব্বর (২৬) (পিতা ফারুক মাতুব্বর), অমল মণ্ডল (৩৫), প্রদীপ মণ্ডল (৩০) (পিতা অনিল মণ্ডল) ও মিনু মণ্ডল (৬০) (স্বামী অনিল মণ্ডল)। সকলেই একই গ্রামের বাসিন্দা।

আহত অসীম বিশ্বাস বলেন, “বাড়ির পাশে চাচা সত্যরঞ্জনের বাগানে মাঠ থেকে ধান কেটে এনে ফয়সাল মাতুব্বরের মাড়াই কলে ধান মাড়াই করছিলাম। ধানের ধুলো বাতাসে গিয়ে অনিল মণ্ডলের বাড়িতে পড়ে তাদের রান্না করা ভাত নষ্ট হয়। এ নিয়ে তারা চিৎকার-চেঁচামেচি শুরু করে। আমরা মাড়াই বন্ধ করলেও তারা গালাগাল করতে থাকে। আমরা নিষেধ করলে তারা আরও ক্ষিপ্ত হয়ে লাঠিসোঁটা, হাতুড়ি ও চাকু নিয়ে আমাদের ওপর হামলা চালায়। এতে আমি ও আমার পরিবারের কয়েকজন আহত হই।”

অন্যদিকে, অনিল মণ্ডলের স্ত্রী মিনু মণ্ডল বলেন, “ধান মাড়াইয়ের সময় ধুলা এসে আমাদের ভাত নষ্ট হয়। আমরা শুধু তাদের ধান মাড়াই অন্যদিকে ঘুরিয়ে করতে বলেছিলাম। এতে তারা ক্ষিপ্ত হয়ে আমাদের বাড়িতে ঢুকে আমাকে কুপিয়ে আহত করে এবং আমার দুই ছেলের মাথা ফাটিয়ে দেয়। তারা বর্তমানে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। আমরাও তাদের বিরুদ্ধে মামলা করব।”

এ ঘটনায় নগরকান্দা থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে। স্থানীয়রা জানান, তুচ্ছ বিষয় নিয়ে সংঘর্ষের ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow