নগরকান্দায় তারুণ্যের উৎসব: দুই দিনব্যাপী কাবাডি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ডাঙ্গী ইউনিয়ন একাদশ
“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই”— এই অনুপ্রেরণামূলক শ্লোগানকে সামনে রেখে ফরিদপুরের নগরকান্দা উপজেলা প্রশাসনের আয়োজনে দুই দিনব্যাপী কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় সরকারি এমএন একাডেমি মাঠে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. দবির উদ্দিন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুম বিল্লাহ, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি মো. হাবিবুর রহমান বাবুল তালুকদার, সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শামসুল হুদা হুদু, দৈনিক খোলাচোখ পত্রিকার সম্পাদক মাহবুব আহাদ, চেয়ারম্যান কাইমুদ্দিন মণ্ডল, নগরকান্দা প্রেসক্লাবের সভাপতি শওকত আলী শরীফ, জামায়াতে ইসলামীর নগরকান্দা আমীর মো. সোহরাব হোসেন, নগরকান্দা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বদরুদ্দোজা তারা মোল্যা, যুবদল নেতা তৈয়াবুর রহমান মাসুদ, নগরকান্দা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লিয়াকত হোসেন, সহসভাপতি বেলায়েত হোসেন লিটন, এবং রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মন্টুসহ স্থানীয় সাংবাদিক, ক্রীড়াবিদ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
দুই দিনব্যাপী আয়োজনে ৯টি ইউনিয়ন একাদশ ও পৌরসভা একাদশসহ মোট ১০টি দল অংশ নেয়। উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় নগরকান্দা পৌরসভা একাদশ ও কোদালিয়া শহীদনগর একাদশ।
মঙ্গলবার অনুষ্ঠিত চূড়ান্ত খেলায় ডাঙ্গী ইউনিয়ন একাদশ রোমাঞ্চকর লড়াইয়ে তালমা ইউনিয়ন একাদশকে পরাজিত করে শিরোপা জয় করে নেয়।
খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. দবির উদ্দিন। তিনি বলেন—“যুব সমাজকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত রাখতে আমরা নিয়মিতভাবে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করবো। খেলাধুলায় যুক্ত থাকলে তরুণ প্রজন্ম মাদক ও অসামাজিক কার্যকলাপ থেকে দূরে থাকবে।”
উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ কাবাডি প্রতিযোগিতা স্থানীয় তরুণদের মধ্যে এক নব উদ্দীপনা সঞ্চার করেছে। তারুণ্যের উৎসব উপলক্ষে আয়োজিত এই প্রতিযোগিতা নগরকান্দার ক্রীড়াঙ্গনে যোগ করেছে এক অনন্য মাত্রা।
What's Your Reaction?
স্টাফ রিপোর্টারঃ