শ্রীনগরে ইউনিয়ন বিএনপির উদ্যোগে কর্মীসভা অনুষ্ঠিত
মুন্সীগঞ্জের শ্রীনগরে ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার রাঢ়ীখাল উত্তর বালাশুর এলাকায় ১ নম্বর ওয়ার্ড বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
ওয়ার্ড বিএনপির সভাপতি সাইদুল ইসলাম জাবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-১ (শ্রীনগর-সিরাজদিখান) আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শেখ মো. আব্দুল্লাহ।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম মৃর্ধা।
ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব মোল্লার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল বাতেন খান শামীম, সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম খান এবং উপজেলা বিএনপির উপদেষ্টা মানিক মাদবর।
এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ফারুক মোড়ল, দপ্তর সম্পাদক শফিউল আলম খান আজম, যুবদলের আহ্বায়ক জয়নাল আবেদীন মৃর্ধা জেমস, সদস্য সচিব মামুনুর রশিদ মামুন, ইউনিয়ন বিএনপির সভাপতি শহিদুল ইসলাম কাড়াল, সাধারণ সম্পাদক সোলাইমান খান, যুবদলের সভাপতি কালাম শিকদার, সাধারণ সম্পাদক মোক্তার মাদবর, যুগ্ম সাধারণ সম্পাদক জিন্নত বেপারী ও সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম সিপাহী (এলএলবি অনার্স)সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
What's Your Reaction?
এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী, ভ্রাম্যমাণ প্রতিনিধি, মুন্সীগঞ্জঃ