আলফাডাঙ্গায় স্বচ্ছ প্রক্রিয়ায় খাদ্যবান্ধব কর্মসূচির লটারীর মাধ্যমে নতুন ডিলার নিয়োগ

কোন অনিয়ম, জুলুম , তদবির ও লেনদেন ছাড়াই ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় স্বচ্ছ প্রক্রিয়ায় খাদ্যবান্ধব কর্মসূচির লটারীর মাধ্যমে নতুন ডিলার নিয়োগ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকালে উপজেলা মিনি হলরুমে স্বচ্ছ ও উন্মুক্ত পরিবেশে ডিলার নিয়োগ প্রার্থীদের উপস্থিতিতে উন্মুক্ত লটারি অনুষ্ঠিত হয়েছে।
চোখে মুখে ছিল অট্টহাসি, হৃদয়টা ছিল উৎফুল্ল , এ যেন এক আনন্দ ক্যাম্পাস। এরকম আনন্দঘন ও শান্তিপূর্ণ পরিবেশে উন্মুক্ত লটারির অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপেজলা প্রশাসক রাসেল ইকবাল।
এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তুষার সাহা, সহকারী কমিশনার (ভূমি) এ কে এম রায়হানুর রহমান,থানার সেকেন্ড অফিসার মো.লিয়াকত হোসেন , উপজেলা প্রকৌশলী রাহাত ইসলাম, উপজেলা প্রাথমিক কর্মকর্তা মোহা. রফিকুল ইসলাম, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা ঝুমুর সরকার,উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ধনঞ্জয় বিশ্বাস,উপজেল বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুল মান্নান মিয়া আব্বাস, সাবেক সদস্য সচিব নূর জামাল খসরু, সাবেক সাংগঠনিক সম্পারক এসএম খোসবুর রহমান খোকন,খাদ্য গুদাম কর্মকর্তা সানাউল্লাহ, মিডিয়াকর্মীসহ সংশ্লিষ্ট বিভাগের অন্যান্য কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য : উপজেলার ছয়টি ইউনিয়নের ১২টি পয়েন্টের জন্য ২৩ জন আবেদন জমা দিয়েছেন। এতে উন্মুক্ত লটারির মাধ্যমে ১১ জন ডিলার চূড়ান্ত করা হয়েছে।তারা হলেন -উপজেলার মহিষারঘোপ বাজারের ডিলার মো. দাউদ মোল্যা,কুচিয়াগ্রাম বাজারে মো. অনিক শেখ,বানা বাজারে হাদী জিয়াউর রহমান, শিরগ্রাম বাজারে মো. হিমায়েত হোসেন,হেলেঞ্চা বাজারে মো: আব্দুস সামাদ, ফলিয়া বাজারে ইমরুল হোসেন, শৈলমারী বাজারে মো. মনিরুজ্জামান, বেড়িরহাট বাজারে মো.শাহাজাহান সরদার ভাটপাড়া বাজার মো. সোহেল শিকদার,পানাইল বাজারে মো. আকিকুল ইসলাম ও মালা বাজারে দেলোয়ার শরীফ। শুধুমাত্র গোপালপুর বাজারে যোগ্য প্রার্থী না পাওয়ায় ডিলার নিয়োগ দেওয়া হয়নি।
বিষয়টি নিশ্চিত করে খাদ্য গুদাম কর্মকর্তা সানাউল্লাহ বলেন,স্বচ্ছতা ও যথাযথ নিয়ম অনুযায়ী উন্মুক্ত লটারির মাধ্যমে ডিলার নির্বাচন করা হয়েছে।
ইউএনও রাসেল ইকবাল বলেন, শতভাগ স্বচ্ছতা ও নিরপক্ষভাবে সকল আবেদনকারীর উপস্থিতিতে উন্মুক্ত লটারির মাধ্যমে ডিলার নিয়োগ করা হয়েছে। তিনি বলেন,আমি আশা করছি সততা ও নিষ্ঠার সঙ্গে ডিলাররা তাদের দায়িত্ব পালন করবেন।
লটারিতে অংশগ্রহণকারী একাধিক ব্যক্তি বলেন, আমাদের লটারিতে নাম না উঠলেও তাতে কোন দুঃখ নেই। কারণ এই প্রথম উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবালের নেতৃত্বে কোন প্রকার লেনদেন, তদবির, দালালি, অনিয়ম ছাড়াই স্বচ্ছ প্রক্রিয়ায় লটারি ড্র হয়েছে। আমরা এই ইউএনও'র 'উত্তর উত্তর সাফল্য কামনা করছি।
প্রশাসনের স্বচ্ছতা ও সততার আলোকে লটারির মাধ্যমে নতুন ডিলার নিয়োগ এর বিষয়টি মাইল ফলক হয়ে থাকবে সাধারণ মানুষের হৃদয়ের কোঠায়।
What's Your Reaction?






