নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

নোয়াখালীর বেগমগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা হঠাৎ ঝটিকা মিছিল বের করেছে।
বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেল পৌনে ৪টার দিকে উপজেলার চৌমুহনী রেললাইন সড়ক থেকে মিছিলটি শুরু হয়ে হাসান সড়ক এলাকায় গিয়ে শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী জিহাদ হাসান রতন। পরে সাবেক ছাত্রলীগ নেতা নাজমুল শিহাব তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে মিছিলের একটি ভিডিও প্রকাশ করেন।
স্থানীয় সূত্র জানায়, প্রায় ২৫-৩০ জন কিশোর–তরুণ কয়েকটি ফেস্টুন ও একটি ছাত্রলীগের ব্যানার হাতে নিয়ে মিছিলে অংশ নেয়। তারা অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে এবং “শেখ হাসিনা ফিরবে” স্লোগান দিতে থাকে। এ সময় “শিহাব ভাইয়ের নেতৃত্বে ঐক্যবদ্ধ” বলে স্লোগানও শোনা যায়।
বেগমগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব দাউদ উর রহমান অভিযোগ করে বলেন, “ফ্যাসিস্ট আওয়ামী লীগের অত্যাচারে লাখো নিরপরাধ মানুষ ভুগছে। অথচ স্থানীয় প্রশাসনের গাফিলতিতে নিষিদ্ধ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা প্রকাশ্যে মিছিল করার সাহস পাচ্ছে।”
এ বিষয়ে বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান লিটন জানান, খবর পেয়ে তাৎক্ষণিক অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
What's Your Reaction?






