তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে হাতিয়াতে উঠান বৈঠক

রিপন মজুমদার, জেলা প্রতিনিধি, নোয়াখালীঃ
Sep 30, 2025 - 19:46
 0  4
তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে হাতিয়াতে উঠান বৈঠক

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়াতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সোমবার রাতে উপজেলার চানন্দী ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের মোল্লাগ্রামে এই উঠান বৈঠকের আয়োজন করে স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মিরা।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও হাতিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রকৌশলী তানভীর উদ্দিন রাজিব।  

এসময় প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও হাতিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রকৌশলী তানভীর উদ্দিন রাজিব   বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের অধিকার ফিরিয়ে আনতে তারেক রহমান প্রদত্ত ৩১ দফাই আগামী দিনের দেশ গড়ার মূল ভিত্তি। বিএনপির ৩১ দফা দেশের মানুষ প্রত্যাশা করে। হাতিয়াতে বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থেকে আন্দোলন-সংগ্রামের মাধ্যমে এ দফাগুলো বাস্তবায়ন করবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow