আখাউড়া সীমান্তে পুজা উদযাপনে কোনো হুমকি নেই : বিজিবি অধিনায়ক

মাহমুদুল হাসান, ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ
Sep 30, 2025 - 19:43
 0  3
আখাউড়া সীমান্তে পুজা উদযাপনে কোনো হুমকি নেই : বিজিবি অধিনায়ক

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত এলাকায় শারদীয় দুর্গাপূজা উদযাপন নির্বিঘ্নে সম্পন্ন হচ্ছে বলে জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জাব্বার আহমেদ। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকালে তিনি আখাউড়ার ঐতিহ্যবাহী শ্রীশ্রী রাধামাধব আখড়ার পূজামণ্ডপ পরিদর্শনকালে এ কথা জানান।

লে. কর্নেল জাব্বার আহমেদ বলেন, “সম্প্রীতি বজায় রেখে সীমান্ত এলাকার প্রতিটি মণ্ডপে শান্তিপূর্ণভাবে পুজা অনুষ্ঠিত হচ্ছে। বিজিবি সর্বদা তৎপর রয়েছে। নির্বিঘ্নে উৎসব উদযাপনে আমরা সর্বোচ্চ সহযোগিতা দিয়ে যাব।”

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন শ্রীশ্রী রাধামাধব আখড়ার সভাপতি চন্দন কুমার ঘোষ, পুজা উদযাপন পরিষদের আহ্বায়ক দীপক কুমার ঘোষ, সদস্য সচিব বিশ্বজিৎ পাল বাবু, পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক জুটন বনিক এবং সাংবাদিক মো. মহিউদ্দিন মিশুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

পরে বিজিবির ওই কর্মকর্তা সীমান্ত এলাকার অন্যান্য মন্দিরও পরিদর্শন করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow