নোয়াখালীতে ছুরিকাঘাতে কলেজ শিক্ষার্থী নিহত: অভিযুক্ত পল্লী চিকিৎসক পলাতক

নোয়াখালীর সদর উপজেলায় পল্লী চিকিৎসকের ছুরিকাঘাতে মো. আবুল হোসেন রাফি (১৮) নামের এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২২ মে) রাত পৌনে ১২টার দিকে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। ঘটনার পর থেকে অভিযুক্ত পল্লী চিকিৎসক মো. শাহীন পলাতক রয়েছেন।
এর আগে বিকেল সাড়ে ৫টার দিকে সদর উপজেলার অশ্বদিয়া ইউনিয়নের চাঁন মিয়ার মোড় এলাকায় একটি চা দোকানে এ ঘটনা ঘটে। নিহত রাফি একই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের অলিপুর গ্রামের বাসিন্দা এবং স্থানীয় একটি কলেজের শিক্ষার্থী ছিলেন। অভিযুক্ত শাহীন (৬০) একই এলাকার সুজাত উল্যার ছেলে।
নিহতের বন্ধু সায়েম জানান, বিকেলে তারা অশ্বদিয়া সোলেমান উচ্চ বিদ্যালয় মাঠে ফুটবল খেলছিলেন। খেলায় রাফির এক বন্ধু রুমনের ঠোঁটে আঘাত পেয়ে রক্তপাত হয়। এরপর রুমনকে চিকিৎসার জন্য স্থানীয় পল্লী চিকিৎসক শাহীনের চেম্বারে নেওয়া হলে তিনি চিকিৎসা দিতে অপারগতা প্রকাশ করেন। এ নিয়ে একদল কিশোরের সঙ্গে তার বাকবিতণ্ডা হয়।
বাকবিতণ্ডার একপর্যায়ে রাফি ও শাহীনের মধ্যে হাতাহাতি হয়। তখন শাহীন চা দোকানে থাকা ছুরি দিয়ে রাফির গলায় আঘাত করলে তার ধমনি কেটে যায়। স্থানীয়রা তাকে দ্রুত নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের স্বজনদের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। অভিযুক্ত পল্লী চিকিৎসককে আটকের দাবিতে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ বিরাজ করছে।
What's Your Reaction?






