ফরিদপুরের সালথার খালে অজ্ঞাত যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার

ফরিদপুরের সালথায় পাট পচানোর কাজ করতে গিয়ে খালের পানিতে ভেসে উঠল এক অজ্ঞাত যুবকের অর্ধগলিত লাশ। বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরের দিকে উপজেলার ভাওয়াল ইউনিয়নের পুরুরা খালে এই মরদেহ উদ্ধারের ঘটনাকে ঘিরে পুরো এলাকায় তীব্র চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
স্থানীয়রা জানান, সকালে কয়েকজন শ্রমিক খালের পানিতে প্রতিদিনের মতোই পাটের আঁশ ছাড়ানোর কাজ করছিলেন। হঠাৎ তারা ভাসমান অবস্থায় একটি মরদেহ দেখতে পেয়ে ভয়ে চিৎকার করে ওঠেন। তাঁদের চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসে এবং তাৎক্ষণিকভাবে সালথা থানায় খবর দেওয়া হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে। প্রত্যক্ষদর্শীরা জানান, আনুমানিক ৪৫ বছর বয়সী ওই যুবকের পরনে কেবল একটি লুঙ্গি ছিল। শরীরের অধিকাংশ অংশ পচে যাওয়ায় পরিচয় শনাক্ত করার কোনো উপায় ছিল না। মাথার অংশে পোকা ধরে গিয়েছিল, যা থেকে ধারণা করা হচ্ছে, বেশ কয়েকদিন আগেই তাঁর মৃত্যু হয়েছে এবং লাশটি পানিতে ভেসে এখানে এসেছে।
এ বিষয়ে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, “পুরুরা খাল থেকে অজ্ঞাত পরিচয়ের এক পুরুষের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে, মৃত ব্যক্তি এই এলাকার নন, সম্ভবত অন্য কোথাও থেকে ভেসে এসেছেন। আমরা মরদেহের পরিচয় শনাক্ত করার চেষ্টা চালাচ্ছি এবং ময়নাতদন্তের জন্য লাশটি ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।”
এই ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। তবে এই ব্যক্তি কে, কোথা থেকে এসেছেন, এবং এটি হত্যাকাণ্ড নাকি দুর্ঘটনা—সেই রহস্যের জট খুলতে এখন ময়নাতদন্তের প্রতিবেদনের অপেক্ষা করছে পুলিশ ও এলাকাবাসী।
What's Your Reaction?






