মাদকের ছোবলে দিশেহারা ফরিদপুরের আলফাডাঙ্গা

ফরিদপুরের আলফাডাঙ্গায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি, বিশেষ করে মাদকের ভয়াবহ বিস্তার নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। মাদকের ছোবল থেকে সমাজকে রক্ষা করতে কঠোর আইনি পদক্ষেপের পাশাপাশি সামাজিক প্রতিরোধ গড়ে তোলার জন্য সর্বাত্মক উদ্যোগের ডাক দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৩১ জুলাই) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন আয়োজিত মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভায় এই জোরালো আহ্বান জানানো হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বক্তারা বলেন, "মাদকসেবীর সংখ্যা আশঙ্কাজনকভাবে বাড়ছে, যা সমাজের জন্য একটি ভয়ংকর সংকেত।" তাঁরা মাদকসেবী ও বিক্রেতাদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য পুলিশ প্রশাসনকে আরও তৎপর হওয়ার আহ্বান জানান।
তরুণ প্রজন্মকে মাদকের মরণ ছোবল থেকে রক্ষা করতে উপজেলার প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত কাউন্সেলিং ও সচেতনতামূলক কর্মসূচি পরিচালনার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। বক্তারা একমত হন যে, কঠোর আইনি পদক্ষেপের পাশাপাশি সামাজিক সচেতনতা ছাড়া এই ব্যাধি নির্মূল করা সম্ভব নয়।
মাদকের পাশাপাশি সভায় জুয়া, চুরি এবং নারী ও শিশু নির্যাতন প্রতিরোধের বিষয়গুলোও গুরুত্বের সঙ্গে আলোচিত হয়। এসব অপরাধ দমনে সামাজিক সচেতনতা বৃদ্ধির মাধ্যমে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন উপস্থিত কর্মকর্তারা।
সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) কে. এম. রাহানুর রহমান, আলফাডাঙ্গা থানার ওসির প্রতিনিধি লিয়াকত হোসেন, আলফাডাঙ্গা সরকারি কলেজের প্রভাষক মেহেরুল ইসলাম, আলফাডাঙ্গা আদর্শ ডিগ্রি কলেজের প্রভাষক নিজামুদ্দিনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক ও গণমাধ্যম কর্মীরা।
What's Your Reaction?






