নওগাঁ সীমান্ত দিয়ে পুশইন করল বিএসএফ

আব্দুল মজিদ মল্লিক, জেলা প্রতিনিধি, নওগাঁঃ
Jul 31, 2025 - 14:49
 0  3
নওগাঁ সীমান্ত দিয়ে পুশইন করল বিএসএফ

নওগাঁর ধামইরহাট সীমান্ত এলাকা দিয়ে ১০ জন বাংলাদেশিকে জোরপূর্বক ঠেলে (পুশ-ইন) পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বৃহস্পতিবার ভোররাতে এ ঘটনা ঘটে। বাংলাদেশে প্রবেশের পর বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা তাঁদের আটক করেন। আটককৃতদের মধ্যে দুজন পুরুষ এবং আটজন নারী রয়েছেন।

বৃহস্পতিবার (৩১ জুলাই) পত্নীতলা ১৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজিবি জানায়, আগ্রাদ্বিগুন বিওপির টহল কমান্ডার জেসিও সুবেদার মো. জিহাদ আলীর নেতৃত্বে একটি টহল দল সীমান্তের শূন্যরেখা থেকে প্রায় এক কিলোমিটার ভেতরে মহেষপুর নামক স্থান থেকে ওই ১০ জনকে দিশাহারা অবস্থায় ঘোরাঘুরি করতে দেখে আটক করে।

প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানা যায়, আটক ব্যক্তিরা বিভিন্ন সময়ে অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে ভারতের মুম্বাই শহরে গিয়েছিলেন। সেখানে দুজন পুরুষ রাজমিস্ত্রির কাজ এবং আটজন নারী বিভিন্ন বাসাবাড়িতে গৃহকর্মী হিসেবে কাজ করতেন। তবে সম্প্রতি তাঁদের ভারতীয় পুলিশ (সিআইডি) আটক করে।

গত ২৯ জুলাই ভারতীয় পুলিশ তাঁদের হরিবংশীপুর বিএসএফ ক্যাম্পে হস্তান্তর করে। এরপর বিএসএফ সদস্যরা বৃহস্পতিবার ভোররাতে সীমান্ত পিলার ২৫৬/৭-এস এলাকা দিয়ে তাঁদের বাংলাদেশে পুশ-ইন করলে বিজিবি টহল দল তাঁদের আটক করে।

আটক ব্যক্তিরা হলেন, আছমা বেগম (৪০), খাদিজা বেগম (৩৪), পাখি বেগম (২৪), রুমা বেগম (২৫), কাকলি আক্তার (২৭), রুজিনা আক্তার (৩৩), কোহিনুর বেগম (২৬), নাসরিন বেগম (৩৩), মঞ্জুরুল ইসলাম (৩৬) এবং সুমন হোসেন (২৭)। তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow