"রক্ত দেব, তবু বিভক্তি মানব না" — সীমানা পরিবর্তনে উত্তাল বিজয়নগর

মোঃ শামীম মিয়া , বিজয়নগর প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়াঃ
Jul 31, 2025 - 14:26
 0  7
"রক্ত দেব, তবু বিভক্তি মানব না" — সীমানা পরিবর্তনে উত্তাল বিজয়নগর

"প্রয়োজনে আবারও রক্ত দেব, কিন্তু বিজয়নগরকে বিভক্ত হতে দেব না" — এই কঠোর হুঁশিয়ারি আর তীব্র স্লোগানে সংসদীয় সীমানা পরিবর্তনের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর। উপজেলার তিনটি গুরুত্বপূর্ণ ইউনিয়নকে সদর আসন থেকে বিচ্ছিন্ন করার সিদ্ধান্তের বিরুদ্ধে বৃহস্পতিবার (৩১ জুলাই) সকালে চান্দুরা মহাসড়কে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে উপজেলা বিএনপি, স্বেচ্ছাসেবক দল এবং এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন।

উপজেলা বিএনপির সিনিয়র নেতা ডাক্তার রফিকুল ইসলামের সভাপতিত্বে এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব খবিরুর রহমান মনিরের নেতৃত্বে আয়োজিত এই কর্মসূচিতে শত শত নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন। বক্তারা অভিযোগ করেন, বুধন্তী, হরষপুর ও চান্দুরা ইউনিয়নকে সদর-৩ আসন থেকে কেটে সরাইল আসনের সঙ্গে যুক্ত করা বিজয়নগর উপজেলাকে বিভক্ত করার একটি গভীর ষড়যন্ত্র।

পথসভায় বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, "বিজয়নগরের জনগণ কোনোভাবেই সরাইল আসনে যেতে চায় না। এই ষড়যন্ত্র কোনো দিন সফল হবে না। বরং আমাদের প্রাণের দাবি, বিজয়নগরকে একটি সম্পূর্ণ পৃথক সংসদীয় আসন হিসেবে ঘোষণা করা হোক। এটা আমাদের অস্তিত্বের দাবি।"

সরকারের প্রতি চরম হুঁশিয়ারি উচ্চারণ করে তারা বলেন, অবিলম্বে এই বিভক্তির সিদ্ধান্ত বাতিল করতে হবে। অন্যথায়, বিজয়নগরের জনগণ ঐক্যবদ্ধভাবে চান্দুরা মহাসড়ক অবরোধসহ আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে, যা যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত।

বিক্ষোভ ও পথসভায় আরও উপস্থিত ছিলেন বুধন্তী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আব্দুল কাইয়ুম, সাবেক যুবদল আহ্বায়ক গোলাম জহির, যুবদল নেতা আলী হোসেন, আরাফাত, লিটন মুন্সি, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মিয়াব আলী, বিজয়নগর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য রাষ্ট্র সরকারসহ ছাত্রদল, যুবদল, কৃষক দল ও শ্রমিক দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। তাদের সম্মিলিত প্রতিবাদের মধ্য দিয়ে সংসদীয় সীমানা পুনর্বিন্যাসের বিরুদ্ধে বিজয়নগরবাসীর ঐক্যবদ্ধ অবস্থান ফুটে ওঠে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow