জুলাই সনদের দাবিতে উত্তাল শাহবাগ

নিজস্ব প্রতিবেদকঃ
Jul 31, 2025 - 13:56
 0  2
জুলাই সনদের দাবিতে উত্তাল শাহবাগ

'জুলাই সনদ' এর দাবিতে রাজধানীর প্রাণকেন্দ্র শাহবাগ মোড় অবরোধ করে অবস্থান নিয়েছেন ‘জুলাই যোদ্ধা সংসদ’ ব্যানারে আন্দোলনকারীরা। বৃহস্পতিবার (৩১ জুলাই) সকাল সাড়ে দশটা থেকে তাদের এই কর্মসূচির কারণে শাহবাগ ও এর আশেপাশের এলাকার সড়ক যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে, সৃষ্টি হয়েছে তীব্র যানজট।

হাতে লাল-সবুজের পতাকা আর মুখে সনদের দাবি নিয়ে শত শত জুলাই যোদ্ধা শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছেন। ‘জুলাই যোদ্ধা সংসদ’ ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে তাঁরা বিভিন্ন স্লোগান দিচ্ছেন। মূলত, প্রতিশ্রুত জুলাই সনদ এখনো না পাওয়ায় তাঁরা রাজপথে নামতে বাধ্য হয়েছেন বলে জানিয়েছেন।

আন্দোলনের নেতৃত্বে রয়েছেন জুলাই যোদ্ধা সংসদের সিনিয়র যুগ্ম সদস্য সচিব আশিকুল ইসলাম ও প্ল্যাটফর্মের সমন্বয়ক মাজহারুল ইসলাম আপন। তাদের অবরোধের ফলে শাহবাগের চারদিকের রাস্তায় যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে, যা অফিসগামী ও সাধারণ মানুষকে চরম দুর্ভোগে ফেলেছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ও যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে শাহবাগ মোড়ে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে এবং এলাকায় একটি উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের অবস্থান কর্মসূচি চলছিল এবং পুরো এলাকায় যান চলাচল বন্ধ ছিল।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow