ডিএনএ টেস্টে শনাক্ত করে জুলাই শহীদদের মরদেহ নিতে পারবে পরিবার - স্বরাষ্ট্র উপদেষ্টা

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে নিহত হয়ে রায়েরবাজারের গণকবরে শায়িত সন্তানদের পরিচয় শনাক্ত করে তাদের মরদেহ পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার এক আবেগঘন ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি জানিয়েছেন, ডিএনএ পরীক্ষার মাধ্যমে প্রতিটি মরদেহ শনাক্ত করা হবে এবং পরিবার চাইলে তাদের গ্রামে নিয়ে পুনরায় দাফন করতে পারবে।
শনিবার (২ আগস্ট) সকালে রাজধানীর রায়েরবাজার কবরস্থানে শহীদদের গণকবর পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এই গুরুত্বপূর্ণ ঘোষণা দেন।
উপদেষ্টা বলেন, "রায়েরবাজার গণকবরে ১১৪ জনকে দাফন করা হয়েছে। যাদের কবর দেওয়া হয়েছে, তাদের পরিবারের সদস্যরা যদি চান, তাহলে ডিএনএ টেস্টের মাধ্যমে পরিচয় শনাক্ত করা হবে।" তিনি আরও যোগ করেন, "শনাক্ত হওয়ার পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে এবং তারা তাদের ইচ্ছামতো জায়গায় নিয়ে দাফন করতে পারবেন।"
শুধু তাই নয়, এই ঘটনার ন্যায়বিচার নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়ে উপদেষ্টা বলেন, "যারা এই গণকবর দিয়েছে, তাদের বিচারের আওতায় আনা হবে। পরিবার দাবি করলে, কবর থেকে মরদেহ তুলে ময়নাতদন্তেরও ব্যবস্থা করা হবে।" গণকবর পরিদর্শন শেষে তিনি শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন।
এর আগে সকালে রাজধানীর মোহাম্মদপুর থানা পরিদর্শন শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, "আওয়ামী লীগের কার্যক্রম ইতোমধ্যেই নিষিদ্ধ করা হয়েছে। এরপরও যদি তারা কোনো অপকর্মে লিপ্ত হতে চায়, তাহলে কোনোভাবেই ছাড় পাবে না।"
তিনি আরও দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা দেন, "এমনকি আইনশৃঙ্খলা বাহিনীর কোনো সদস্যও যদি ষড়যন্ত্রে যুক্ত থাকে, তাদের ক্ষেত্রেও একই বিধান প্রযোজ্য হবে।"
আসন্ন পাঁচ আগস্ট ঘিরে দেশে কোনো ধরনের শঙ্কা রয়েছে কিনা—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা জনগণকে আশ্বস্ত করে বলেন, "আল্লাহ চাইলে কোনো ধরনের শঙ্কা নেই। সবাই যেভাবে সাহায্য-সহযোগিতা করে যাচ্ছেন, তাতে আমি কোনো শঙ্কার কারণ দেখছি না।"
What's Your Reaction?






