শব্দদূষণ রোধে নেছারাবাদের পর্যটন এলাকায় সাঁড়াশি অভিযান

পিরোজপুরের নেছারাবাদের (স্বরূপকাঠি) বিশ্বজুড়ে খ্যাত ভাসমান পেয়ারা বাজার ও শতবর্ষী পেয়ারা বাগানের শান্ত, প্রাকৃতিক পরিবেশে যখন উচ্চ শব্দের দূষণ পর্যটকদের বিড়ম্বনার কারণ হয়ে দাঁড়িয়েছিল, ঠিক তখনই কঠোর অবস্থানে নেমেছে উপজেলা প্রশাসন। শুক্রবার বিকেলে পরিচালিত এক ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দ করা হয়েছে পরিবেশ দূষণকারী লাউড স্পিকার এবং দেওয়া হয়েছে কঠোর হুঁশিয়ারি।
শুক্রবার (০১ আগস্ট) বিকেলে নেছারাবাদের আটঘর কুড়িয়ানার এই ঐতিহ্যবাহী পর্যটন এলাকায় অভিযানটি পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রায়হান মাহমুদ। তিনি জানান, এই পর্যটন এলাকার প্রাকৃতিক সৌন্দর্য ও শান্ত পরিবেশ বজায় রাখতে এবং পর্যটক, স্থানীয় কৃষক ও ব্যবসায়ীদের স্বাভাবিক কার্যক্রম নির্বিঘ্ন করতে উপজেলা প্রশাসন থেকে কতিপয় বিধিনিষেধ আরোপ করা হয়েছে। কিন্তু কিছু অসাধু ব্যক্তি সেই নিষেধাজ্ঞা অমান্য করে উচ্চ শব্দে লাউড স্পিকার ব্যবহার করে পরিবেশ দূষণ করছিল।
অভিযানে বেশ কয়েকটি লাউড স্পিকার জব্দ করা হয় এবং সংশ্লিষ্টদের কঠোরভাবে সতর্ক করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) মোঃ রায়হান মাহমুদ বলেন, "প্রতিদিন হাজারো পর্যটক এখানকার সৌন্দর্য উপভোগ করতে আসেন। সকলের স্বস্তির কথা চিন্তা করে এবং এই শতবর্ষী পেয়ারা বাগানের সুনাম অক্ষুণ্ণ রাখতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয় যে বিধিনিষেধ আরোপ করেছেন, তা সকলকে মেনে চলতে হবে। যারা এই নিষেধাজ্ঞা অমান্য করবে, তাদের আইনের আওতায় আনা হবে। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।"
এ বিষয়ে নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহিদুল ইসলাম জানান, "আটঘর কুড়িয়ানার পেয়ারা বাগানের স্বাভাবিক পরিবেশ ও ঐতিহ্য রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব। প্রশাসনের পক্ষ থেকে আরোপিত সকল বিধিনিষেধ অবশ্যই মেনে চলতে হবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।"
প্রশাসনের এই সময়োপযোগী উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় কৃষক, ব্যবসায়ী এবং ঘুরতে আসা পর্যটকরা। তারা বলছেন, এই অভিযানের ফলে পর্যটন এলাকাটির শান্ত ও মনোরম পরিবেশ ফিরে আসবে।
What's Your Reaction?






