রিকের উদ্যোগে পিরোজপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

মোঃ নাজমুল হোসেন,জেলা প্রতিনিধি, পিরোজপুরঃ
Oct 8, 2025 - 17:48
 0  2
রিকের উদ্যোগে পিরোজপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

“প্রবীণদের সম্মান সমাজের মর্যাদা”এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপিত হয়েছে। 

বুধবার (৮ অক্টোবর) সকালে রিকের ISIGOP প্রকল্পের উদ্যোগে সদর উপজেলা পরিষদ চত্ত্বর থেকে এক বর্ণাঢ্য র‍্যালি বের করে র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্ত্বরে গিয়ে শেষ হয়।‎পরবর্তীতে উপজেলা হলরুমে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

‎অনুষ্ঠানের শুরুতে উদ্ধোধনী বক্তব্য রাখেন,পিরোজপুর প্রকল্প সমন্বয়কারী মইনুল হাসান মুন্না। জেলা ‎প্রবীণ শিক্ষক নেতা মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে ও প্রকল্প সমন্বয়কারী মইনুল হাসান মুন্নার সঞ্চালনায় সভায় প্রধান অতিথি  হিসেবে উপস্হিত ছিলেন,সদর উপজেলা নির্বাহী অফিসার (অ.দা.) এস.এম. আল-আমীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক ইকবাল কবির, যুব উন্নয়ন দপ্তরের সহকারী পরিচালক মোমিনুল হক, উপজেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী কর্মকর্তা মো. মতিউর রহমান প্রমুখ।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন রিকের জোনাল ম্যানেজার আক্তারুজ্জামান, এসি (প্রবীণ কর্মসূচি) ফারুক রহমান, এরিয়া ম্যানেজার সাইফুল ইসলাম, নারীনেত্রী মিনারা বেগম, সাংবাদিক খেলাফত হোসেন ও হাসান মামুন।

‎আলোচনা শেষে প্রবীণ নারী-পুরুষদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান শিল্পী হিসেবে সঙ্গীত পরিবেশন করেন কৃতি শিল্পী আব্দুল আলীম খান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow