পিরোজপুরে আগুনে পুড়ে ৫টি দোকান ভস্মীভূত

পিরোজপুরে আগুনে পুড়ে ৫টি দোকান ভস্মীভূত হয়ে গেছে।
রবিবার (১৯ অক্টোবর) দিবাগত রাত ৩টার দিকে পিরোজপুর সদর উপজেলা রানীপুর এলাকায় বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে এ আগুনের সূত্রপাত ঘটে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার দিবাগত রাত ৩ টার দিকে রানীপুর বাজারে স্থানীয়রা হঠাৎ আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিস তাৎক্ষণিক ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহযোগিতায় ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুনেএকটি মুদি মনোহরির দোকান, একটি স্বর্ণের দোকান, একটি পোল্টি মুরগি ও মুরগীর ফীডের দোকান, এবং একটি ফার্নিচারের দোকান সহ মোট ৫টি দোকান আগুনে পুড়ে ছাই হয়ে যায়। ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে এ দুর্ঘটনা ঘটতে পারে।
ফায়ার সার্ভিসের ষ্টেশন ইনচার্জ, ওয়্যার হাউস ইন্সপেক্টর যুগল বিশ্বাস জানান, রোববার দিবাগত রাতে পিরোজপুরের রানীপুর এলাকায় একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পাওয়া মাত্রই ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট এর মাধ্যমে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে। অগ্নিকাণ্ডে আনুমানিক ২০ থেকে ২৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
What's Your Reaction?






