ফরিদপুরের মধুখালীতে টাইফয়েড টিকাদান উপলক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত

টাইফয়েড একটি প্রতিরোধযোগ্য রোগ এবং শিশুদের সুস্থ ভবিষ্যৎ নিশ্চিত করতে এর টিকা অত্যন্ত জরুরি। এই লক্ষ্যে, "টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫" সফলভাবে বাস্তবায়নের জন্য ফরিদপুরের মধুখালীতে এক উপজেলা ಮಟ್ಟের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৮ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সহযোগিতায় আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু রাসেল। সভাটি সঞ্চালনা করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ মামুন হাসান।
সভায় জানানো হয়, আগামী ১২ অক্টোবর থেকে মধুখালী উপজেলায় দেশব্যাপী টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের অংশ হিসেবে ১৮ দিনব্যাপী টিকাদান কার্যক্রম শুরু হবে। এই ক্যাম্পেইনে ৯ মাস বয়স থেকে শুরু করে ১৫ বছরের কম বয়সী সকল শিশু-কিশোরদের বিনামূল্যে টাইফয়েডের টিকা প্রদান করা হবে। মধুখালী উপজেলায় মোট ৫৯,৮৪৭ জন শিশুকে এই টিকাদানের আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
সমন্বয় সভায় মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস. এম. নুরুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুল আউয়াল আকন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মোঃ কবির সরদার এবং উপজেলা রিপ্রেজেন্টেটিভ সংগঠনের সভাপতি মো. জহিরুল ইসলাম লিটনসহ বিভিন্ন মসজিদের ইমাম, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, সরকারি দপ্তরের কর্মকর্তা, চিকিৎসক ও নার্সরা উপস্থিত ছিলেন।
বক্তারা এই ক্যাম্পেইন সফল করতে ব্যাপক জনসচেতনতা সৃষ্টির উপর গুরুত্ব আরোপ করেন। তারা বলেন, অভিভাবকদের উচিত তাদের সন্তানদের টিকাদান কার্যক্রমে সক্রিয়ভাবে সম্পৃক্ত করা। সকলের সম্মিলিত প্রচেষ্টায় এই কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন করা সম্ভব হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, সারাদেশে প্রায় ৫ কোটি শিশুকে এই টাইফয়েড টিকাদান কর্মসূচির আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক পরীক্ষিত ও অনুমোদিত।
What's Your Reaction?






