ফরিদপুরে সিপাহী জনতার বিপ্লবী অভ্যুত্থান দিবস পালিত

জেলা প্রতিনিধি, ফরিদপুরঃ
Nov 7, 2025 - 17:10
 0  3
ফরিদপুরে সিপাহী জনতার বিপ্লবী অভ্যুত্থান দিবস পালিত

ফরিদপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ৭ই নভেম্বর সিপাহী জনতার বিপ্লবী অভ্যুত্থান দিবস। শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে শহরের মহিম স্কুল মার্কেটের সামনে বিপ্লবী কর্নেল তাহের মঞ্চ ও বাংলাদেশ জাসদ ফরিদপুর জেলা শাখার উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জাসদ ফরিদপুর জেলা শাখার সভাপতি আশরাফ উদ্দিন তারার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন জেলা শাখার সাধারণ সম্পাদক নূর ইয়াহিয়া মিলন, সহ-সভাপতি আলী আকবর আকু, কৃষিবিষয়ক সম্পাদক মো. সাঈদ মেম্বার, ফরিদপুর শহর শাখার সাধারণ সম্পাদক মো. শাহরিয়ার শাহীন, ১২ নম্বর ওয়ার্ড শাখার সভাপতি মো. শহিদুল ইসলাম ঝড়ু, ৯ নম্বর ওয়ার্ড শাখার সভাপতি মো. আনোয়ার শেখ ও সাধারণ সম্পাদক রতন সরকার প্রমুখ।

সভায় বক্তারা বিপ্লবী নেতা কর্নেল তাহেরের জীবন, আদর্শ ও কর্মের ওপর আলোকপাত করেন। তারা বলেন, ১৯৭৫ সালের ৭ই নভেম্বর কর্নেল তাহেরের নেতৃত্বে দেশের মুক্তিকামী সৈনিক ও জনগণ বিপ্লবের মাধ্যমে রাষ্ট্রীয় কাঠামোয় পরিবর্তন আনতে চেয়েছিলেন। কিন্তু পরবর্তীতে বিপ্লবী সৈনিক ও জাসদ-গণবাহিনীর বহু নেতা-কর্মীকে বিনা বিচারে হত্যা করা হয়।

বক্তারা আক্ষেপ করে বলেন, স্বাধীনতার ৫০ বছর পরও সেই হত্যাকাণ্ডের বিচার সম্পূর্ণ হয়নি। অবিলম্বে কর্নেল তাহেরসহ সকল বিপ্লবীর হত্যার বিচার সম্পন্নের দাবি জানান তারা। একইসঙ্গে বক্তারা ১৯৭২ সালের সংবিধানের আলোকে দেশ পরিচালনা ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্যভাবে আয়োজনের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

আলোচনা সভায় বিপুল সংখ্যক নেতাকর্মী ও স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow