চরভদ্রাসনে ‘ডিজিটাল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার’-এর উদ্বোধন
ফরিদপুরের চরভদ্রাসনে মুক্তিযোদ্ধা ভবন কমপ্লেক্সে শুক্রবার (৭ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো ‘চরভদ্রাসন ডিজিটাল হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার’। “সুস্থ পরিবার, আমাদের অঙ্গিকার”-এই প্রতিশ্রুতি নিয়ে হাসপাতালটির যাত্রা শুরু হয়। প্রতিষ্ঠানটি সরকারি অনুমোদন পেয়েছে ২৮ অক্টোবর ২০২৫-এ।
হাসপাতালটির যৌথ মালিকানায় প্রতিষ্ঠাতা আবুল কাশেম মন্ডল এবং ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শহিদুল ইসলাম। তিনতলা বিশিষ্ট আধুনিক ভবনে রয়েছে ১০টি বেড ও ৪টি কেবিন। এখানে কর্মরত আছেন ৮ জন বিশেষজ্ঞ চিকিৎসক, ৩ জন অভিজ্ঞ চিকিৎসক, ৬ জন ডিপ্লোমাধারী নার্স ও ৬ জন অভিজ্ঞ নার্সসহ মোট ৪২ জন জনবল।
উদ্বোধনী সপ্তাহ উপলক্ষে ৭–১৫ নভেম্বর পর্যন্ত এলাকাবাসীর জন্য থাকছে বিশেষ আয়োজন বিশেষজ্ঞ চিকিৎসকদের ফ্রি চিকিৎসা সেবা ও সকল পরীক্ষায় ৪০ শতাংশ ছাড়।
হাসপাতালটিতে রয়েছে আধুনিক চিকিৎসা সুবিধা ডিজিটাল এক্স-রে (DR), কম্পিউটারাইজড প্যাথলজি (অটো হেমাটোলজি, বায়োকেমিস্ট্রি, হরমোন টেস্ট), ডিজিটাল ইসিজি (১২ চ্যানেল), ইকো-কার্ডিওগ্রাম (কালার ডপলার), ৪ডি কালার আল্ট্রাসনোগ্রাফি, এবং বিদেশগামী যাত্রীদের মেডিকেল টেস্ট-এর ব্যবস্থা। পাশাপাশি নিয়মিতভাবে পরিচালিত হবে নরমাল ডেলিভারি, সিজার, জরায়ু ও ওভারিয়ান টিউমার, পিত্তথলির পাথর, কিডনি সার্জারি, নাক–কান–গলা অপারেশন, পাইলস, হার্নিয়া, অর্থোপেডিক ও ইউরোলজি সার্জারি।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. পীযূষ বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ডা. মোহাম্মদ জালাল উদ্দিন, ডা. শাহানা পারভীন (বীথি), ডা. সুশীত কুমার বিশ্বাস, ডা. মাহফুজ আরা মুক্তা, ডা. শিপ্রা হালদার, ডা. নাহিদ বাদশা, ডা. এসএম আরাফাত, ডা. প্রিন্স মাহমুদ ও ডা. সাদনান সাকিব।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ২৪ ঘণ্টা অ্যাম্বুলেন্স সার্ভিস, নিজস্ব ফার্মেসি ও আধুনিক যন্ত্রপাতিসহ সর্বাধুনিক চিকিৎসা সুবিধা এখানে নিশ্চিত করা হয়েছে। উদ্বোধনের প্রথম দিনেই দুটি সফল অপারেশন সম্পন্ন হয়েছে বলেও জানিয়েছেন তারা।
স্থানীয় বাসিন্দা মোহাম্মদ আব্বাস মিয়া বলেন, “চরভদ্রাসনে আধুনিক স্বাস্থ্যসেবা পাব- আমাদের কষ্টের দিন শেষ।”
What's Your Reaction?
আসলাম বেপারি, চরভদ্রাসন প্রতিনিধি, ফরিদপুরঃ