নগরকান্দায় পৈত্রিক জমি জবরদখলের অভিযোগ বসতবাড়ির দেয়াল ভাঙচুর, প্রাণনাশের হুমকিতে আতঙ্কে পরিবার

শফিকুল ইসলাম মন্টু, স্টাফ রিপোর্টারঃ
Dec 17, 2025 - 18:57
 0  3
নগরকান্দায় পৈত্রিক জমি জবরদখলের অভিযোগ বসতবাড়ির দেয়াল ভাঙচুর, প্রাণনাশের হুমকিতে আতঙ্কে পরিবার

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় একটি পৈত্রিক বসতবাড়ির জমি জবরদখলের অভিযোগ উঠেছে। জমি দখলের চেষ্টা ঠেকাতে গেলে বসতবাড়ির দেয়াল ভাঙচুর ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবার। এ ঘটনায় তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন।

ভুক্তভোগী মোছাঃ বিলকিছ বেগম অভিযোগ করে জানান, নগরকান্দা থানার আওতাধীন ৬০ নম্বর লস্করপুর মৌজায় অবস্থিত তাদের পৈত্রিক ও দখলীয় বসতবাড়ির প্রায় ১৬ শতাংশ জমি দীর্ঘদিন ধরে তারা শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছেন। তবে সম্প্রতি একই এলাকার কয়েকজন ব্যক্তি জোরপূর্বক ওই জমির সীমানা অতিক্রম করে দখলের চেষ্টা চালাচ্ছেন। তিনি আরও জানান, তার স্বামী কুয়েত প্রবাসী সেন্টু শেখের কাছে অভিযুক্তরা মুঠোফোনে টাকা দাবি করেছে বলে স্বামী তাকে জানিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (১১ ডিসেম্বর ২০২৫) ভুক্তভোগীরা তাদের বসতবাড়ির দক্ষিণ পাশের সীমানায় একটি দেয়াল নির্মাণ শুরু করেন। পরদিন শুক্রবার (১২ ডিসেম্বর) ভোর আনুমানিক সাড়ে ৫টার দিকে অভিযুক্তরা সংঘবদ্ধ হয়ে এসে নির্মাণাধীন দেয়ালটি ভেঙে ফেলে এবং জোরপূর্বক জমি দখলের চেষ্টা চালায়।

এ সময় বাধা দিতে গেলে অভিযুক্তরা মোছাঃ বিলকিছ বেগমসহ তার পরিবারের সদস্যদের অকথ্য ভাষায় গালিগালাজ করে, মারধরের হুমকি দেয় এবং প্রাণনাশের ভয়ভীতি প্রদর্শন করে বলে অভিযোগ করা হয়েছে। এতে এলাকায় চরম উত্তেজনা সৃষ্টি হয়। স্থানীয়দের আশঙ্কা, পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে যে কোনো সময় রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটতে পারে।

ভুক্তভোগী পরিবার জানায়, বিষয়টি মীমাংসার জন্য এলাকার গণ্যমান্য ব্যক্তিরা একাধিকবার চেষ্টা করলেও অভিযুক্তরা কারও কথা না শুনে দখল কার্যক্রম অব্যাহত রেখেছে।

এ ঘটনায় মোছাঃ বিলকিছ বেগম নগরকান্দা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ এবং তার পরিবারের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানিয়েছেন।

এদিকে এলাকাবাসীও বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখে দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow