নগরকান্দায় রেলওয়ের সরকারি জমি দখল করে বালু ভরাট, তালমা বাজারে পানি নিষ্কাশন বন্ধ

মিজানুর রহমান, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ
Dec 17, 2025 - 18:52
 0  4
নগরকান্দায় রেলওয়ের সরকারি জমি দখল করে বালু ভরাট, তালমা বাজারে পানি নিষ্কাশন বন্ধ

ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা বাজারসংলগ্ন রেলওয়ের সরকারি জমি দখল করে রাতের আঁধারে বালু ভরাটের অভিযোগ উঠেছে। এতে বাজারের পানি নিষ্কাশনের স্বাভাবিক পথ বন্ধ হয়ে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। স্থানীয়রা অভিযোগ করছেন, দখলদাররা সেখানে স্থাপনা গড়ে তোলার পায়তারা করছেন।

জানা গেছে, ১৬ ডিসেম্বর একদিকে যখন মহান বিজয় দিবসের আয়োজন চলছিল, অন্যদিকে একই সময়ে রেলওয়ের জমিতে বালু ভরাটের কাজ চলতে থাকে। বাজারের পানি নিষ্কাশনের জন্য সেখানে পাকা ড্রেনেজ ব্যবস্থা থাকলেও বালু ভরাটের কারণে ড্রেনের মুখ বন্ধ হয়ে যায়। ফলে বাজার এলাকায় পানি জমে দোকানদার ও সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েন।

বাজার কমিটির সদস্যরা বিষয়টি জানালে তালমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন মিয়া তাৎক্ষণিকভাবে রেলওয়ে প্রশাসন ও উপজেলা প্রশাসনকে মুঠোফোনে অবহিত করেন।

বাজারের দোকানদার ও আশপাশের বাসিন্দারা জানান, রাতের বেলায় গোপনে বালু ভরাট করা হয়, দিনের বেলায় সংশ্লিষ্টদের কাউকে দেখা যায় না।

এ বিষয়ে বাজার কমিটির লোকজন ও ইউপি চেয়ারম্যান কামাল হোসেন মিয়া বলেন, তালমা বাজারের পানি নিষ্কাশনের জন্য নির্ধারিত ড্রেনের পাশেই রেলওয়ের সরকারি জমি। সেই জমিতে রাতের আঁধারে বালু ভরাট করায় পানি বের হওয়ার পথ বন্ধ হয়ে গেছে। স্থানীয় দেলোয়ার মাতুব্বর নামে এক ব্যক্তি এ কাজ করছেন। তিনি আগেও রেলওয়ের একাধিক জায়গা দখল করে নিয়েছেন বলেও অভিযোগ রয়েছে।

অভিযোগের বিষয়ে দেলোয়ার মাতুব্বর সাংবাদিকদের বলেন, তিনি কৃষিকাজের জন্য রেলওয়ের জমি লিজ নিয়েছেন এবং সেই কারণেই বালু ভরাট করছেন। বাজারের পানি নিষ্কাশন বন্ধ হয়ে থাকলে তা ঠিক করে দেবেন বলেও দাবি করেন। তবে রেলওয়ে পাকশী অফিস থেকে লিজের কাগজপত্র দেখাতে বললে তিনি কোনো কাগজ উপস্থাপন করতে পারেননি।

রেলওয়ে পাকশীর স্টেট ম্যানেজার (ম্যাজিস্ট্রেট) নুরুজ্জামান বলেন, “এই সময়ে রেলওয়ের কোনো জমি লিজ দেওয়ার সুযোগ নেই। তালমা রেল স্টেশনের পাশে রেলওয়ের সরকারি জমি দখলের বিষয়টি চেয়ারম্যান, সাংবাদিক ও স্থানীয়রা আমাদের জানিয়েছে। আমরা লোক পাঠিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।”

উল্লেখ্য, তালমা রেল স্টেশনটি এলাকাবাসীর কাছে একটি পরিচিত ও ব্যস্ত স্টেশন। সকাল-বিকাল সেখানে মানুষের আনাগোনা থাকে। স্থানীয়দের অভিযোগ, রেলওয়ে পাকশী অফিসে গিয়ে কৌশলে অনেকেই একাধিক নামে লিজ নিয়ে জমি দখল করছেন। এমনকি একই জমি একাধিক ব্যক্তির নামে লিজ দেওয়ার অভিযোগও রয়েছে, যা নিয়ে স্থানীয়দের মধ্যে মারামারি, হানাহানি ও মামলা-মোকদ্দমা চলছে। এতে লাভবান হচ্ছেন সংশ্লিষ্ট কিছু অসাধু কর্মকর্তা।

এলাকাবাসী অবিলম্বে তালমা রেল স্টেশন এলাকায় দখল হওয়া রেলওয়ের সরকারি জমি উদ্ধার, অবৈধ বালু ভরাট বন্ধ এবং রেলওয়ের ভূ-সম্পত্তি রক্ষায় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow