যুবকের সঙ্গে স্ত্রীকে হাতেনাতে ধরে জনসমক্ষে কান্নায় ভেঙে পড়লেন স্বামী

আন্তর্জাতিক ডেস্কঃ
Dec 17, 2025 - 18:34
 0  10
যুবকের সঙ্গে স্ত্রীকে হাতেনাতে ধরে জনসমক্ষে কান্নায় ভেঙে পড়লেন স্বামী

ভারতের পাঞ্জাবের অমৃতসরে এক হৃদয়বিদারক ও চাঞ্চল্যকর ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। হোটেলে নিজের স্ত্রীকে অন্য এক যুবকের সঙ্গে হাতেনাতে ধরে ফেলেন এক স্বামী। ঘটনার পর জনসমক্ষে কান্নায় ভেঙে পড়েন তিনি। সেই ঘটনার ভিডিও ইতোমধ্যে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।

জানা গেছে, ওই ব্যক্তির নাম রবি গুলাটি। প্রায় ১৫ বছর আগে তার বিয়ে হয়। দাম্পত্য জীবনে সন্তান থাকায় নানা সমস্যার মধ্যেও তিনি সংসার টিকিয়ে রাখার চেষ্টা করে আসছিলেন। এর আগেও স্ত্রীর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ উঠেছিল। তখন সন্তানদের কথা ভেবে তিনি বিষয়টি মেনে নিয়ে সংসার চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। স্ত্রীও তখন সম্পর্ক ঠিক রাখার আশ্বাস দিয়েছিলেন।

কিন্তু সম্প্রতি স্ত্রীর আচরণে সন্দেহ হলে তিনি গোপনে তার স্কুটারে জিপিএস ট্র্যাকার বসান। পরে জিপিএসের মাধ্যমে তিনি জানতে পারেন, তার স্ত্রী নিয়মিত একটি হোটেলে যাচ্ছেন। সন্দেহের ভিত্তিতে সেখানে গিয়ে তিনি স্ত্রীকে এক যুবকের সঙ্গে হাতেনাতে ধরে ফেলেন।

ঘটনার সময় হোটেল থেকে বের হয়ে জনসমক্ষে রবি গুলাটি কান্নায় ভেঙে পড়েন। এ সময় তার অসহায়ত্ব ও মানসিক যন্ত্রণা উপস্থিত মানুষের মনেও নাড়া দেয়। অন্যদিকে স্ত্রী দাবি করেন, তিনি আর সংসার করতে চান না এবং ওই যুবককে তিনি ‘ভাই’ বলে পরিচয় দেন।

রবির পরিবারের পক্ষ থেকেও জানানো হয়, দীর্ঘদিন ধরেই তাদের দাম্পত্য জীবনে অশান্তি চলছিল। আগেও এমন পরিস্থিতি তৈরি হয়েছিল, যা পারিবারিকভাবে মীমাংসা করা হয়। তবে পুনরায় একই ঘটনার পুনরাবৃত্তিতে পরিবার গভীর হতাশা প্রকাশ করেছে।

ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর নানান প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই দাম্পত্য সম্পর্ক, বিশ্বাস ও পারিবারিক মূল্যবোধ নিয়ে আলোচনা ও সমালোচনা করছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow