এফপিএবি ফরিদপুরের উদ্যোগে হতদরিদ্র ও গর্ভবতী নারীদের নিরাপদ প্রসবে আর্থিক সহায়তা

জেলা প্রতিনিধি, ফরিদপুরঃ
Dec 15, 2025 - 15:45
 0  3
এফপিএবি ফরিদপুরের উদ্যোগে হতদরিদ্র ও গর্ভবতী নারীদের নিরাপদ প্রসবে আর্থিক সহায়তা

বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতি (এফপিএবি), ফরিদপুর শাখার উদ্যোগে ‘হতদরিদ্রের গর্ভকালীন নির্যাতন প্রতিরোধ ও নিরাপদ প্রসব সহযোগিতা প্রকল্প’-এর আওতায় এককালীন আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

আজ সোমবার সকাল ১১ টা ০০ মিনিটে এফপিএবি ফরিদপুর শাখার মিলনায়তনে বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের অর্থায়নে এ অনুদান বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এফপিএবি ফরিদপুর শাখার কার্যনির্বাহী কমিটির সভাপতি মো. আইয়ুব খান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদপুর জেলা সমাজসেবা অধিদপ্তর কার্যালয়ের উপপরিচালক এ. এস. এম. আলী আহসান। তিনি বলেন, সমাজের পিছিয়ে পড়া ও নির্যাতিত গর্ভবতী নারীদের নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করতে এ ধরনের সহায়তা কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এ সময় আরও উপস্থিত ছিলেন এফপিএবি ফরিদপুর শাখার জেলা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) বাসুদেব দাস, মেডিকেল অফিসার ডা. এলিজা সুলতানা, কো-অর্ডিনেটর (অর্থ) সাবিনা আক্তার এবং কো-অর্ডিনেটর (প্রোগ্রাম) সীমা আক্তার।

অনুষ্ঠানে মোট ৮ জন হতদরিদ্র, নির্যাতিত ও গর্ভবতী নারীর মাঝে জনপ্রতি এককালীন ২ হাজার টাকা করে আর্থিক অনুদান প্রদান করা হয়। এ সহায়তার মাধ্যমে উপকারভোগী নারীদের নিরাপদ প্রসব নিশ্চিতকরণে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow