নির্বিঘ্ন প্রতিমা বিসর্জনের লক্ষ্যে আলফাডাঙ্গা পৌর শ্মশান ঘাট পরিদর্শনে ইউএনও

কবির হোসেন, আলফাডাঙ্গা প্রতিনিধি, ফরিদপুরঃ
Sep 18, 2025 - 15:59
 0  5
নির্বিঘ্ন প্রতিমা বিসর্জনের লক্ষ্যে আলফাডাঙ্গা পৌর শ্মশান ঘাট পরিদর্শনে  ইউএনও

আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎসবের অন্যতম গুরুত্বপূর্ণ পর্ব প্রতিমা বিসর্জন নির্বিঘ্নে ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার লক্ষ্যে ফরিদপুরের আলফাডাঙ্গা পৌর বিসর্জন ঘাট পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রাসেল ইকবাল। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে তিনি এই পরিদর্শনে যান এবং ঘাটটিকে পরিবেশবান্ধব ও নিরাপদভাবে প্রস্তুত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

পরিদর্শনকালে ইউএনও রাসেল ইকবাল বলেন, "দুর্গাপূজা বাংলাদেশের অন্যতম প্রধান ধর্মীয় ও সামাজিক উৎসব। এই উৎসবের পবিত্রতা রক্ষা করে এবং ভাবগাম্ভীর্য বজায় রেখে সনাতন ধর্মাবলম্বীরা যেন নির্বিঘ্নে পূজা উদযাপন ও প্রতিমা বিসর্জন দিতে পারেন, তা নিশ্চিত করতে প্রশাসন সব ধরনের প্রস্তুতি গ্রহণ করছে।" তিনি আরও জোর দিয়ে বলেন, "আমাদের প্রধান লক্ষ্য হলো বিসর্জন ঘাটটি পরিবেশবান্ধব হিসেবে প্রস্তুত করা, যাতে প্রতিমা বিসর্জনের কারণে পরিবেশের কোনো প্রকার ক্ষতি না হয়।"

উপজেলা প্রশাসনের এমন সময়োপযোগী এবং গুরুত্বপূর্ণ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন আলফাডাঙ্গা উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি প্রবীর কুমার বিশ্বাস। তিনি ইউএনও-কে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, "প্রতিমা বিসর্জনের আগেই প্রশাসনের এই সক্রিয় ভূমিকা আমাদের অত্যন্ত আশ্বস্ত করেছে। ইউএনও মহোদয়ের এই উদ্যোগ স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে আস্থার পরিবেশ সৃষ্টি করেছে এবং এটি উৎসব আয়োজনে আমাদের মনোবল বাড়িয়েছে।"

ইউএনও’র এই পরিদর্শন কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন আলফাডাঙ্গা পৌরসভার প্রকৌশলী জাকারিয়া হোসেন, পৌর প্রশাসনিক কর্মকর্তা হারুন অর রশিদসহ হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং উপজেলা ও পৌর পূজা উদযাপন কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow