বোয়ালমারীতে সাবেক এমপির কন্যাকে লাল গালিচা সংবর্ধনা

এমএম জামান, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধিঃ
Sep 18, 2025 - 16:06
 0  4
বোয়ালমারীতে সাবেক এমপির কন্যাকে লাল গালিচা সংবর্ধনা

ফরিদপুরের বোয়ালমারীতে ঐতিহ্যবাহী কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজে উৎসবমুখর পরিবেশে নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অ্যাডহক কমিটির সভাপতি ও সাবেক সংসদ সদস্য কাজী সিরাজুল ইসলামের কন্যা কাজী শাহরীন ইসলাম। তাকে কলেজ প্রাঙ্গণে লাল গালিচা সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল দশটায় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. হোসনেয়ারা বেগমের সভাপতিত্বে এই জমকalo আয়োজন করা হয়। অনুষ্ঠানে একাদশ, দ্বাদশ এবং অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অ্যাডহক কমিটির সদস্য শাহিনা আক্তার। এছাড়াও অনুষ্ঠানে অধ্যাপক রবীন কুমার লস্কর, মজনু মিয়া, মো. আলমগীর হোসেন, শিক্ষক প্রতিনিধি সৈয়দা দিল আশরাফী, মো. ফরহাদুল ইসলাম শিকদার, জাহীদ পল্লব এবং কলেজের সেকশন অফিসার কামরুল ইসলামসহ অন্যান্য শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান চলাকালে ক্যাম্পাসে আইন-শৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তা ব্যবস্থা লক্ষ্য করা যায়। নবীন বরণ শেষে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যা উপস্থিত সকলের প্রশংসা কুড়ায়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow