জিডি করেও নিরাপত্তা নেই: জমি বিরোধে মা-ছেলে গৃহবন্দি
ফরিদপুরের নগরকান্দা উপজেলার আইনপুর গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধ ও দখলচেষ্টার আশঙ্কায় গৃহবন্দি জীবনযাপন করছেন এক মা-ছেলে। অভিযোগ, জীবনের নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার পর থেকেই বাড়তি হুমকি ও ভয়ভীতির মধ্যে দিন কাটাচ্ছেন তারা।
ভুক্তভোগী খন্দকার রিয়াজ হোসেন জানান, তাদের জমি নিয়ে স্থানীয় সেন্টু খন্দকার, মিন্টু খন্দকারসহ কয়েকজন প্রতিবেশীর সঙ্গে বিরোধ চলমান। বিষয়টি বর্তমানে আদালতে বিচারাধীন থাকলেও প্রতিপক্ষ আদালতের আদেশ অমান্য করে জোরপূর্বক দখলের চেষ্টা চালাচ্ছে। বাধা দিতে গেলে হামলা ও প্রাণনাশের হুমকিও দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
রিয়াজ আরও বলেন, গত ২৪ অক্টোবর থানায় জিডি করার পর ভেবেছিলাম কিছুটা নিরাপত্তা পাবো, কিন্তু উল্টো হুমকির মাত্রা আরও বেড়ে গেছে। এখন প্রাণভয়ে গেটের ভেতর তালা মেরে ঘরের মধ্যেই থাকতে হচ্ছে।
তার মা খন্দকার রিনা কবির বলেন, আমরা প্রায় সময় বাড়িতে থাকি না, আর এই সুযোগে প্রতিবেশী সেন্টু খন্দকার আমাদের জমি দখলের চেষ্টা করছে। বাধা দিলে নানা রকম ভয় দেখায়। জিডি করার পর থেকেই আমরা আরও আতঙ্কে আছি, তাই গেট বন্ধ করে রেখেছি।
অভিযুক্ত সেন্টু খন্দকার অভিযোগ অস্বীকার করে বলেন, জমি নিয়ে মামলা আদালতে চলমান। আমি বৈধভাবে দাবি করছি। রিয়াজ যেসব হুমকির কথা বলছে তা ভিত্তিহীন। তারা নিজেরাই ভয় পেয়ে ঘরের মধ্যে অবস্থান করছে।
নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, ঘটনার বিষয়ে অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। গৃহবন্দী অবস্থার খবর আমাদের জানা ছিল না, খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
What's Your Reaction?
শফিকুল ইসলাম জনি, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ