আলফাডাঙ্গায় মাদক মামলায় রফিকুল আলমের ছয় মাসের কারাদণ্ড
ফরিদপুরের আলফাডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬(৫) ধারায় এক ব্যক্তিকে ৬ মাসের কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল ১১টার দিকে আলফাডাঙ্গা উপজেলা প্রশাসনের নেতৃত্বে পরিচালিত অভিযানে এ দণ্ডাদেশ দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম মো. রফিকুল আলম (৩০)। তিনি ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার বেলবনা গ্রামের মৃত হাদী আজিজার মোল্যার ছেলে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেনসহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ.কে.এম. রাহান রহমান।
অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) এ.কে.এম. রাহান রহমান বলেন,মাদক একটি সামাজিক ব্যাধি, যা পরিবার ও সমাজ দুটোকেই ধ্বংস করে দেয়। সরকার মাদকবিরোধী অবস্থানে অত্যন্ত কঠোর। সমাজ থেকে মাদক নির্মূলে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন,যে কেউ মাদক অপরাধে জড়িত হলে আইনের আওতায় এনে কঠোর শাস্তি দেওয়া হবে। সমাজকে মাদকমুক্ত রাখতে সকলের সচেতনতা ও সহযোগিতা প্রয়োজন।
প্রশাসনের এই কার্যক্রমে স্থানীয়দের মধ্যে স্বস্তি ও প্রশংসার সুর ছড়িয়ে পড়েছে।
What's Your Reaction?
কবির হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর ) প্রতিনিধিঃ