ব্রাহ্মণবাড়িয়ায় শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধর প্রথম মৃত্যুবার্ষিকী পালিত

মাহমুদুল হাসান, ভ্রাম্যমান প্রতিনিধিঃ
Jul 20, 2025 - 20:40
 0  1
ব্রাহ্মণবাড়িয়ায় শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধর প্রথম মৃত্যুবার্ষিকী পালিত

ব্রাহ্মণবাড়িয়ায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধর প্রথম মৃত্যুবার্ষিকী। শনিবার (১৯ জুলাই) রাতে জেলা উন্নয়ন পরিষদের কার্যালয়ে সংগঠনের সভাপতি আলী মাউন পিয়াসের সভাপতিত্বে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ বাবুল চৌধুরীর সঞ্চালনায় আয়োজিত শোকসভায় বক্তব্য রাখেন পরিষদের স্থায়ী কমিটির সদস্য মোঃ আরমান উদ্দিন পলাশ, অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর, সিনিয়র সহ-সভাপতি মোঃ সামসুল আলম বাবু, সহ-সভাপতি মোঃ জয়নাল আবেদীন মালদার, সহ-সভাপতি আবুল হাসনাত অপু, কোষাধ্যক্ষ মোঃ কামরুজ্জামান সবুজ, দপ্তর সম্পাদক এম.এ. মুছা, প্রকাশনা সম্পাদক আলী হায়দার ভূঁইয়া তুষার, যুব ও ক্রীড়া সম্পাদক মোঃ আসিফুর রহমান রোজেন, শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক মোছাম্মৎ হারিছা খাতুন প্রমুখ।

বক্তারা মীর মাহফুজুর রহমান মুগ্ধকে জাতীয় বীর হিসেবে আখ্যায়িত করে তার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শহীদী মর্যাদা প্রদানের দাবি জানান। দোয়া পরিচালনা করেন সংগঠনের প্রচার সম্পাদক মাওলানা শাহ মোহাম্মদুল্লাহ।

উল্লেখ্য, ২০২৪ সালের ১৮ জুলাই ঢাকার উত্তরা আজমপুর এলাকায় কোটা সংস্কার আন্দোলনের সময় সংঘাতপূর্ণ পরিস্থিতিতে “পানি লাগবে পানি” বলে আহতদের সহায়তা করতে এগিয়ে গেলে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে নিহত হন ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান মীর মাহফুজুর রহমান মুগ্ধ। তিনি কাজীপাড়ার মীর মোস্তাফিজুর রহমান বাবুলের ছেলে। মুগ্ধর পিতা মীর মোস্তাফিজুর রহমান বাবুল জেলা উন্নয়ন পরিষদের স্থায়ী কমিটির সদস্য।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow