মধুখালীতে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ফুটবল বিতরণ

পার্থ রায়, মধুখালী প্রতিনিধি, ফরিদপুরঃ
Jul 19, 2025 - 23:25
 0  8
মধুখালীতে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ফুটবল বিতরণ

ফরিদপুরের মধুখালী উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে তরুণ ও যুবকদের মাঝে ফুটবল বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৯ জুলাই) বিকালে কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি খন্দকার নাসিরুল ইসলামের নির্দেশে এবং বিএনপি পরিবারের উপদেষ্টা আলমগীর কবিরের সহায়তায় উপজেলার ১১টি ইউনিয়ন ও পৌরসভার ৯টি ওয়ার্ডে এই ফুটবল বিতরণ করা হয়। কামারখালী হাই স্কুল মাঠে ফুটবল বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মধুখালী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আকরাম হোসেন খান এবং সঞ্চালনায় ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জহিরুল ইসলাম লিটন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহারিয়ার হোসেন শিথিল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কামারখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাকিব হোসেন চৌধুরী ইরান।

এছাড়াও উপস্থিত ছিলেন—ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাকিবুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক শেখ প্লাবন, মধুখালী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ওমর ফারুক, সদস্য সচিব সাদ্দাম আরেফিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মিনার, বিপ্লব বিশ্বাস মিল্টন, সাইদুজ্জামান টিটু, সাদেক বিশ্বাস, তাবীব হাসান ইমন, বরকত বিশ্বাস, শিমুল ব্যানার্জী, মেহেদী হাসান, মাসুম আল মাসুদ, রইচ শেখ, হানিফ শেখ প্রমুখ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow