ভাঙ্গায় নৈশ প্রহরীকে বেঁধে ৪০ ড্রাম বিটুমিন লুট

সরোয়ার হোসেন, ভাঙ্গা প্রতিনিধি, ফরিদপুরঃ
Dec 12, 2025 - 18:24
 0  6
ভাঙ্গায় নৈশ প্রহরীকে বেঁধে ৪০ ড্রাম বিটুমিন লুট

ফরিদপুরের ভাঙ্গা পৌরসদরের কইডুবি রেলক্রসিং সংলগ্ন এলাকায় নৈশ প্রহরীকে হাত-মুখ বেঁধে রাস্তার কাজে ব্যবহৃত ৪০ ড্রাম বিটুমিন লুট করেছে একটি সংঘবদ্ধ দুর্বৃত্ত চক্র। শুক্রবার (১২ ডিসেম্বর) রাত আনুমানিক ১টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনায় থানায় অভিযোগ দায়েরের পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

প্রাপ্ত তথ্যে জানা যায়, পৌরসভার মহিলা কলেজ রোড থেকে বাস্তখোলা সড়ক পর্যন্ত প্রায় ৭ কিলোমিটার রাস্তার কার্পেটিংয়ের জন্য রেলক্রসিংয়ের পাশে অস্থায়ীভাবে ৭০ ড্রাম বিটুমিন মজুত রাখা হয়েছিল। রাতের অন্ধকারে একটি ট্রাকে করে আসা ৬–৭ জন দুর্বৃত্ত দায়িত্বে থাকা নৈশ প্রহরী আব্দুর রাজ্জাককে হাত-মুখ বেঁধে ফেলে। পরে সেখান থেকে ৪০ ড্রাম বিটুমিন ট্রাকে তুলে নিয়ে যায় তারা।

নৈশ প্রহরী আব্দুর রাজ্জাক বলেন, পাহারায় থাকা অবস্থায় হঠাৎ একটি ট্রাক থেকে কয়েকজন দুর্বৃত্ত নেমে এসে আমাকে বেঁধে ফেলে। কিছু বুঝে ওঠার আগেই তারা ড্রামগুলো ট্রাকে তুলে নিয়ে চলে যায়। ঘটনার পর থেকে ভীতিকর পরিস্থিতিতে আছি।

প্রজেক্ট ম্যানেজার আরিফ হোসেন বলেন, ‘আমাদের কাজের জন্য রাখা বিটুমিনের ৪০টি ড্রাম দুর্বৃত্তরা নিয়ে গেছে। এগুলোর বাজারমূল্য প্রায় ৬ লাখ টাকা।’

ভাঙ্গা থানার এসআই মশিউর রহমান বলেন, অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্ত করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow