জামায়াত প্রার্থীর ঢাকায় ১২ ফ্ল্যাট, ব্যাংকে প্রায় দুই কোটি টাকা

এমএম জামান, বোয়ালমারী প্রতিনিধি, ফরিদপুরঃ
Jan 12, 2026 - 18:20
Jan 12, 2026 - 18:21
 0  4
জামায়াত প্রার্থীর ঢাকায় ১২ ফ্ল্যাট, ব্যাংকে প্রায় দুই কোটি টাকা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-১ (বোয়ালমারী, আলফাডাঙ্গা ও মধুখালী) আসনে প্রার্থীদের জমা দেওয়া হলফনামা থেকে তাদের বিপুল বিত্তবৈভবের তথ্য প্রকাশ্যে এসেছে। বিশেষ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থীর সম্পদের বিবরণ সবার নজর কেড়েছে। হলফনামা অনুযায়ী, এই প্রার্থীর ঢাকার সাভারেই রয়েছে ১২টি ফ্ল্যাট।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এই আসনে দাখিল করা মোট ১৫টি মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ৭ জন প্রার্থীর প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে। বৈধ প্রার্থীদের হলফনামা বিশ্লেষণ করে তাদের বার্ষিক আয় ও স্থাবর-অস্থাবর সম্পদের বিস্তারিত তথ্য পাওয়া গেছে।

জামায়াতে ইসলামীর প্রার্থী **ড. মো. ইলিয়াস মোল্যা** পেশায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের একজন অবসরপ্রাপ্ত অধ্যাপক। হলফনামায় দেওয়া তথ্য মতে, বাড়ি ভাড়া, ব্যাংক আমানত ও শিক্ষকতা খাত থেকে তিনি বছরে ১১ লাখ ৭৩ হাজার ৭৬ টাকা আয় করেন। এছাড়া তার ওপর নির্ভরশীলদের বার্ষিক আয় প্রায় ১ লাখ ৪৪ হাজার টাকা।

সম্পদের বিবরণীতে দেখা যায়, ড. ইলিয়াস মোল্যার নিজের নামে বিভিন্ন ব্যাংকে নগদ ও স্থায়ী আমানত হিসেবে জমা রয়েছে ১ কোটি ৮৮ লাখ ৪০ হাজার ৩৩১ টাকা। স্বর্ণালঙ্কারের ক্ষেত্রে প্রার্থীর নিজের ২৫ ভরি এবং স্ত্রীর নামে ৩০ ভরি স্বর্ণ রয়েছে।

স্থাবর সম্পদের দিক থেকেও তিনি বেশ স্বচ্ছল। হলফনামার তথ্য অনুযায়ী, ঢাকার সাভারে তার নিজের নামেই রয়েছে ১২টি ফ্ল্যাট। এছাড়া তার স্ত্রীর নামে সাভারে আরও ২টি ফ্ল্যাট রয়েছে। পৈতৃক সূত্রে তিনি একটি তিন তলা ভবনেরও মালিক। সব মিলিয়ে তার নিজের নামে থাকা স্থাবর সম্পদের আনুমানিক মূল্য প্রায় সাড়ে তিন কোটি টাকা এবং স্ত্রীর নামে রয়েছে ১ কোটি ৬৫ লাখ টাকার সম্পদ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow