নওগাঁয় ট্রান্সফরমার চুরি করতে গিয়ে অঘটন, ঘটনাস্থলেই চোরের মৃত্যু
নওগাঁর মান্দা উপজেলায় বিদ্যুতের ট্রান্সফরমার চুরি করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার (১২ জানুয়ারি) গভীর রাতে উপজেলার ১৩ নম্বর কশব ইউনিয়নে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার গভীর রাতে একটি সংঘবদ্ধ চোরচক্র ট্রান্সফরমার চুরির উদ্দেশ্যে ওই এলাকায় হানা দেয়। তারা বৈদ্যুতিক খুঁটি থেকে দুটি ট্রান্সফরমার নামানোর কাজ শুরু করে। এ সময় অসাবধানতাবশত দুর্ঘটনার কবলে পড়েন চক্রের এক সদস্য এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সঙ্গীর এমন পরিণতি দেখে দলের বাকি সদস্যরা চুরির কাজে ব্যবহৃত সব সরঞ্জাম ও মরদেহ ঘটনাস্থলে ফেলেই পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন বিষয়টি দেখতে পেয়ে পুলিশে খবর দেন।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় মান্দা থানা পুলিশ। তারা ঘটনাস্থল পরিদর্শন শেষে মরদেহ উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন তৈরি করে।
এ বিষয়ে মান্দা থানা পুলিশ জানায়, মরদেহ উদ্ধার করে পরবর্তী আইনি প্রক্রিয়া শুরু করা হয়েছে। পলাতক চোরচক্রের বাকি সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এদিকে, চুরির ঘটনায় চোরের মৃত্যুর খবরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
What's Your Reaction?
আব্দুল মজিদ মল্লিক, জেলা প্রতিনিধি, নওগাঁঃ