ফরিদপুরে চৌধুরী নায়াব ইউসুফের পক্ষে নির্বাচনী প্রচারণা ও লিফলেট বিতরণ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদপুর-৩ আসনে সংসদ সদস্য প্রার্থী হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফের পক্ষে নির্বাচনী প্রচারণা চালানো হয়েছে। এ উপলক্ষে আজ শনিবার সকালে শহরের সরকারি নিউমার্কেট ও এর আশপাশের এলাকায় জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করা হয়।
এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক চৌধুরী ফারিয়ান ইউসুফ। এছাড়াও মহানগর বিএনপির সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ, যুগ্ম আহ্বায়ক এম টি আক্তার টুটুল, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক আলী রেজওয়ান বিশ্বাস তরুণ, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক মুনিব হোসেন সোহাগ এবং কৃষক দলের সদস্য সচিব মুরাদ হোসেনসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
লিফলেট বিতরণের সময় নেতৃবৃন্দ চৌধুরী নায়াব ইউসুফের জন্য সকলের কাছে দোয়া ও সমর্থন প্রার্থনা করেন। তারা আগামী দিনে ফরিদপুর নিউমার্কেটের ব্যবসায়ীদের পাশে থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। এই নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
What's Your Reaction?






