দাঁড়িপাল্লায় ভোট দিয়ে আল্লামা সাঈদীর হত্যার বদলা নেব: শামীম সাঈদী

পিরোজপুর-২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও শহীদ আল্লামা সাঈদীর পুত্র শামীম সাঈদী বলেছেন, "দাঁড়িপাল্লায় ভোট দিয়ে ইসলামের বিজয় ছিনিয়ে আনার মাধ্যমে আমরা আল্লামা সাঈদীর হত্যার বদলা নেব।"
শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেলে পিরোজপুরের কাউখালী ইসলামী কমপ্লেক্স মিলনায়তনে আয়োজিত এক ভোটকেন্দ্র প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বাংলাদেশ জামায়াতে ইসলামী কাউখালী সদর ইউনিয়ন শাখা এই সম্মেলনের আয়োজন করে।
শামীম সাঈদী তার বক্তব্যে অভিযোগ করেন, "গত ১৭ বছর ধরে দেশের মানুষ ভোট দিতে পারেনি, তাদের ভোটকেন্দ্রে যেতে দেওয়া হয়নি। কেন্দ্রে না গেলেও অলৌকিকভাবে তাদের ভোট দেওয়া হয়ে গেছে।" তিনি পূর্ববর্তী সরকারকে "ভোট চোর" আখ্যা দিয়ে বলেন, "তারা জনগণের ভোটাধিকার হরণ করেছিল, কিন্তু তাদের ক্ষমতা স্থায়ী হয়নি। চোরেরা অবৈধ ক্ষমতার অপব্যবহার করে ভয়ে দিল্লি পালিয়ে গেছে।"
তিনি আরও বলেন, "যাওয়ার আগে তারা পরিকল্পিতভাবে আল্লামা সাঈদীকে হত্যা করেছে। বহু আলেম-ওলামাকে নির্যাতন, গুম ও খুন করেছে এবং আমার অনেক ভাইকে গুলি করে মেরেছে। আমরা আল্লামা সাঈদীর হত্যার বদলা নেব। আলেম-ওলামাদের গুম, খুন ও হত্যার বিচার এই বাংলার মাটিতেই করব ইনশাআল্লাহ।"
কাউখালী সদর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির টি.এম. রেজাউল করিমের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর পিরোজপুর জেলা শাখার সহকারী সেক্রেটারি মাওলানা সিদ্দিকুল ইসলাম। এছাড়া অন্যান্যের মধ্যে কাউখালী উপজেলা আমির মাওলানা নজরুল ইসলাম, সেক্রেটারি অধ্যাপক হুমায়ুন কবির এবং অধ্যক্ষ মাওলানা আব্দুর রহিমসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
What's Your Reaction?






