পিরোজপুরে জামায়াতে ইসলামী নেতাকে কুপিয়ে জখম
পিরোজপুরে জামায়াতে ইসলামী আয়োজিত মানববন্ধন শেষে বাড়ি ফেরার পথে এক জামায়াত নেতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।
বুধবার (১৫ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে সদর উপজেলার ৭ নং শংকরপাশা ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তির নাম মো. মাসুম বিল্লাহ (৫০)। তিনি ওই এলাকার মৃত আব্দুল মজিদ শেখের ছেলে এবং স্থানীয় জামায়াতে ইসলামীর সাংগঠনিক সম্পাদক।
প্রত্যক্ষদর্শীরা জানান, মানববন্ধন শেষে মাসুম বিল্লাহ বাড়ির পথে ফিরছিলেন। বাড়ির সামনে পৌঁছালে ১০/১২ জন দুর্বৃত্ত হঠাৎ পেছন থেকে ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে পালিয়ে যায়। স্থানীয়রা তার চিৎকার শুনে দ্রুত উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে যান।
আহতের স্ত্রী আখি খানম জানান, আমার স্বামীকে হত্যার উদ্দেশ্যে হামলা করা হয়েছে। আমাদের সঙ্গে হামলাকারীদের দীর্ঘদিনের জমিজমা সংক্রান্ত বিরোধ আছে। আমি হামলাকারীদের চিনি, তারা একই এলাকার মানুষ।
আহত মাসুম বিল্লাহ বলেন, জামায়াতে ইসলামী আয়োজিত মানববন্ধন শেষে সাঈদী ফাউন্ডেশনে নামাজ পড়ে বাড়ি ফিরছিলাম। তখন পেছন থেকে মাথায় কোপ দেয়, পরে আবার কয়েকটি কোপ মারে। এটা সম্পূর্ণ পরিকল্পিত হামলা।
জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. আসিফ হোসেন বলেন, গুরুতর অবস্থায় এক আহত ব্যক্তিকে হাসপাতালে আনা হয়। তার মাথায় গভীর ক্ষত রয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
পিরোজপুর সদর থানার ওসি রবিউল ইসলাম বলেন, ঘটনার বিষয়টি জানা গেছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
What's Your Reaction?
মোঃ নাজমুল হোসেন,জেলা প্রতিনিধি, পিরোজপুরঃ