আলফাডাঙ্গায় উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের যৌথ অভিযানে চায়না দুয়ারী জাল জব্দ

কবির হোসেন, আলফাডাঙ্গা প্রতিনিধি, ফরিদপুরঃ
Oct 16, 2025 - 13:09
 0  5
আলফাডাঙ্গায় উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের যৌথ অভিযানে চায়না দুয়ারী জাল জব্দ

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের যৌথ অভিযানে মধুমতী নদী থেকে বিপুল পরিমাণ চায়না দুয়ারী জাল জব্দ করা হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার দিকনগর এলাকায় অভিযান চালিয়ে আনুমানিক ৩ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করা হয়।

অভিযানের নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এ. কে. এম. রায়হানুর রহমান। অভিযানে সার্বিক সহযোগিতা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা তরুণ বসু।

অভিযান শেষে জব্দকৃত চায়না দুয়ারী জাল উপজেলা পরিষদ পুকুরপাড়ে জনসমক্ষে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এ. কে. এম. রায়হানুর রহমান বলেন,অবৈধ চায়না দুয়ারী জাল ব্যবহারে দেশীয় মাছের প্রজনন ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে। মৎস্যসম্পদ রক্ষায় আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে। কেউ যেন অবৈধভাবে মৎস্য আহরণ করতে না পারে, সে বিষয়ে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।

উপজেলা মৎস্য কর্মকর্তা তরুণ বসু বলেন,চায়না দুয়ারী জাল মাছের ডিম, পোনা ও ছোট মাছ নিধন করে জলজ জীববৈচিত্র্য ধ্বংস করছে। স্থানীয় মৎস্যজীবীদের সচেতন করতে নিয়মিত প্রচারণা ও তদারকি অব্যাহত রয়েছে। প্রশাসনের এমন অভিযানের ফলে অবৈধ জাল ব্যবহারের প্রবণতা কমে আসছে।

অভিযান শেষে মৎস্য কর্মকর্তা আরও জানান, মৎস্য সংরক্ষণ আইনের বিধান অনুযায়ী ভবিষ্যতে এমন অভিযান আরও জোরদার করা হবে।

আলফাডাঙ্গা উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের এই যৌথ উদ্যোগে স্থানীয় জনগণ সন্তোষ প্রকাশ করেছে। তারা মনে করেন, এমন ধারাবাহিক অভিযান চললে নদীর জীববৈচিত্র্য ও দেশীয় মাছের প্রজনন আবারও ফিরবে আগের অবস্থায়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow